​সবাইকে ঈদের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 28.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

​সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা জানিয়ে ইমেল করেছেন অনেক পাঠক বন্ধু৷ যেমন পুরনো বন্ধু প্রফেসর আশরাফুল ইসলাম লিখেছেন, এক মাস কঠোর সিয়াম সাধনা তথা রোজা পালনের পর আসে পবিত্র ঈদুল ফিতর৷

চুয়াডাংগার থানা পাড়ার এই বন্ধু লিখেছেন, ‘‘ঈদ সম্পূর্ণই ধর্মীয় ও পবিত্র এক উত্‍সব৷ এটি সার্বজনীন আনন্দ উত্‍সব৷ আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, উদারতা, মহানুভবতা ও মানবতার গুণাবলী নিয়ে সমাগত হয় ঈদুল ফিতর৷ এদিন যে আনন্দধারা প্রবাহিত হয় তা অফুরন্ত পূণ্য দ্বারা পরিপূর্ণ৷ ছোট, বড়, ধনী গরীব ঈদের নামাজ শেষে যখন একে অপরের সাথে কোলাকুলিতে মগ্ন হন৷ সত্যিই সে দৃশ্য মুসলিম ভাতৃত্বের সম্পর্ককে অনেক বড় করে উপস্থাপন করে! পবিত্র ঈদুল ফিতর আসন্ন৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ডয়চে ভেলে বাংলা বিভাগের বন্ধুদেরকে জানাই অফুরন্ত ঈদ শুভেচ্ছা৷ ঈদ মোবারক!''

পরের ইমেলটি করেছেন ঢাকা সেনানিবাস থেকে মো. সোহেল রানা হৃদয়, রওশন আরা লাবনী, রওশন মুরাদ মুগ্ধ৷ এই তিনজনের পক্ষ থেকে হৃদয় লিখেছেন, ‘‘আমাদের মন ভাল নেই৷ কারণ এবারের ঈদে গ্রামে যেতে পারছি না৷ মা, ভাই, ভাবি, বোন-দুলাভাই, ভাগ্নে কাউকেই সাথে পাবো না৷ ভাবতেই মনটা কেঁদে উঠছে৷ ঈদের পরপরই ছেলে মুগ্ধর স্কুলে পরীক্ষা, নিজের অফিস আর স্ত্রী লাবনীর শারীরিক অসুস্থতা আমাদেরকে বাধ্য করছে ঢাকায় ঈদ করতে৷ আজ সকালে বোন কেয়াকে গাবতলী থেকে বাসে তুলে দিয়ে এলাম গ্রামের বাড়িতে (কুষ্টিয়া) যাবার জন্য৷ দুপুর দেড়টায় ও বাড়িতে পৌছে গেছে শুনে আমার খুব কষ্ট হলো এই ভেবে যে আমরা বাড়িতে গেলেও ঠিক এভাবেই এত তাড়াতাড়ি চলে যেতে পারতাম৷ যাই হোক বোনতো বাড়িতে যেতে পেরেছে, এতেই কিছুটা সান্ত্বনা দিচ্ছি মনকে৷ ইচ্ছে থাকলেও বের হওয়া হয় না৷ মনটা পড়ে থাকে সেই গ্রামে৷ বন্ধুরা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীরা সবাই আছে সেখানে৷ আর আমরা এত বড় শহরে মাত্র তিনজন মানুষ৷ নিজেকে খুব ছোট মনে হয়, বোকা মনে হয়৷ কিন্তু কি আর করা৷ সময় মানুষকে ভুলিয়ে দেয় অনেক কিছু৷ বাসায় সাধারণ আয়োজন থাকবে ইনশাল্লাহ! সাদা ভাত, গরুর মাংস, মুরগীর মাংস, সালাদ, পাতলা ডাল, আর যে-কোনো সবজি৷ তাছাড়াও ঈদের দিন বলে কথা৷ সেমাই আর পায়েস না থাকলে কি চলে!​ সাথে কিন্তু মিষ্টিও থাকছে৷''

তিনি আরও লিখেছেন, ‘‘আপনাদেরকে লোক দেখানো দাওয়াত দিলাম৷ আসতে পারবেন না জেনেও খুশি হবো যদি তা গ্রহণ করেন৷ আমার সকল বেতার বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছি আপনাদের মাধ্যমে৷ আমার বাসায় এলে আর কিছু না হলেও কেরাম বোর্ড খেলা আর রেডিও নিয়ে নানা ফিরিস্তি তো থাকবেই – কথা দিলাম৷ ভাল থাকার প্রত্যয়ে সবাইকে জানাচ্ছি-ঈদ মোবারক৷ ''

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন অর্জনপাড়া, বাগমারা, রাজশাহী থেকে বন্ধু আবু সাঈদ৷

Deutsche Welle Bangladesch DW Bengali starts Onneshon

উত্তর দিয়েছেন মোট ৩১৫ জন বন্ধু

-ঈদের শুভেচ্ছা জানিয়ে ইমেল করেছেন আরো অনেক বন্ধু৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ দিনটি আপনাদের সবার সুন্দর কাটুক, আনন্দে কাটুক৷ বাংলা বিভাগের সবার পক্ষ থেকে প্রিয় পাঠক বন্ধুদের সকলকে জানাই ঈদ মোবারক!

এবার অন্বেষণ কুইজের ফলাফল

গত সপ্তাহান্ত অর্থাৎ ২৫-২৭ জুলাই আমাদের অন্বেষণ কুইজের প্রশ্ন ছিলো, কিভাবে বন্যা, খরা ও লবণ সহনশীল ফসলের জাত উদ্ভাবন করা যায়? সঠিক উত্তরঃ জিন প্রকৌশলের মাধ্যমে৷ উত্তর দিয়েছেন মোট ৩১৫ জন বন্ধু৷

প্রতিবারের মতো এবারও লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী বন্ধু এমএ বারিক৷ https://www.facebook.com/barikpioneer?fref=ufi ঠিকানা – ভাটরা, শিবগঞ্জ, বগুড়া৷ বন্ধু বারিক, আপনাকে আন্তরিক অভিনন্দন! আপনার ঠিকানা যেহেতু আমাদের কাছে রয়েছে কাজেই কোনো অসুবিধা নেই৷ আপনার পুরস্কার সময়মতো আপনার হাতে পৌঁছে যাবে৷

এবার মতামত

ঊমি ষ্টোর, নিমতলা, গোয়ালন্দ মোড়, রাজবাড়ি সদর, রাজবাড়ি থেকে প্রীতম রুদ্র লিখেছেন, ‘‘প্রিয় ডয়েচে ভেলে, আমি আপনাদের নতুন দর্শক৷ শত ব্যস্ততার মধ্যেও লেখার সময় পেলাম৷ ইটিভি টেলিভিশনে প্রচারিত আপনাদের বাংলা সকল অনুষ্ঠানই ভাল লাগে৷ এসকল বাংলা অনুষ্ঠান টেলিভিশনে প্রচারের জন্য ধন্যবাদ৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন