1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সফটএক্সপো’

৫ মার্চ ২০১২

বাংলাদেশে সফটওয়্যারের সবচেয়ে বড় মেলা ‘সফটএক্সপো’ শেষ হয়েছে সম্প্রতি৷ মেলায় সফটওয়্যার প্রদর্শন প্রধান উদ্দেশ্য হলেও ছিল আরও নানা আয়োজন৷

https://p.dw.com/p/14ExV
ছবি: picture-alliance

মেলায় গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিক মোহাম্মদ কাওসার উদ্দিন৷ পেশাগত কারণে আগের অনেক সফটএক্সপোতেও গিয়েছেন তিনি৷ এবারের মেলা কেমন দেখলেন জানতে চাইলে কাওসার বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে এবারের মেলায় শুধু সফটওয়্যারের প্রদর্শনী ছাড়াও ছিল আলোচনা অনুষ্ঠান, ‘বেসিস' আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইত্যাদি৷ যেমন একটা প্রতিযোগিতা ছিল ‘আবিষ্কারের খোঁজে'৷ এছাড়া ছিল ‘কোড ওয়ারিওর্স প্রোগ্রামিং' প্রতিযোগিতা৷ ফ্রিল্যান্সারদেরও মেলায় পুরস্কৃত করা হয়৷ বেসিস'এর নেতারা জানান, ১০ জন ফ্রিল্যান্সারকে পুরস্কার দেয়ার কথা ছিল৷ কিন্তু ফ্রিল্যান্সারদের মান এতই ভাল যে শেষ পর্যন্ত ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে৷''

সাংবাদিক কাওসার জানান তিনি একজন ফ্রিল্যান্সারের সঙ্গে কথা বলেছেন যিনি মাসে তিন থেকে সাড়ে তিনহাজার ডলার আয় করেন৷ ‘‘মারজান আহমেদ নামের এই ফ্রিল্যান্সার স্বামীর চাকরির সূত্রে থাকেন যশোরে৷ বর্তমানে তিনি পড়াশোনা করছেন৷''

আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতায় কারা পুরস্কার পেলেন? কাউসার বলেন, ‘‘প্রথম হয়েছে ভয়েস গাইডেড ইউটিলিটি রোবট, এরপর দ্বিতীয় হয়েছে এপোড্রেবল মার্কার লেস মোশন ক্যাপচার সলিউশন এবং তৃতীয় হয়েছে একটি ডক্টর সফটওয়্যার৷''

বিদেশি যেসব প্রতিষ্ঠান মেলায় এসেছিল তারা সফটওয়্যার খাতে বাংলাদেশের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান কাওসার৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশি অনেক কোম্পানি বিদেশিদের কাছ থেকে সফটওয়্যার তৈরির আদেশ পেয়েছে৷ এজন্য সফটএক্সপো নিয়ে তারা খুশি৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য