1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাস বন্ধে নতুন মোবাইল ফোন আইন

২৪ মে ২০০৯

বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজীসহ অপরাধ কর্মকান্ড উদ্বেগজনকভাবে বেড়ে গেছে৷ বিশেষ করে চাঁদাবাজীর জন্য মোবাইল ফোন অপরাধীদের সবচেয়ে সহজ উপায়৷ মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের হয়রানীও বেড়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/HwMF
ছবি: AP

এ অবস্থায় করনীয় নির্ধারনে রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরী কমিশন-বিটিআরসির চেয়ারম্যান বৈঠক করেন মোবাইল ফোন কোম্পানির প্রধানদের সঙ্গে৷ বৈঠকে মোবাইল ফোনের সিম কার্ড কেনায় পরিচিতি নির্ধারণে আরো কড়াকড়ি আরোপ এবং কল সনাক্তকরণ পদ্ধতি আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে৷

বিটিআরসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ জানান, এই কাজ করতে গিয়ে মোবাইল ফোন কোম্পানিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখবেন তারা৷ করণীয় নির্ধারণে বিটিআরসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷ মোবাইল ফোনে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রয়োজনে নতুন আইন করা হবে৷

বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানির গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি৷ অভিযোগ রয়েছে অপরাধীরা ভূয়া ঠিকানা ও ছবি দিয়ে সিমকার্ড সংগ্রহ করে৷ ফলে তাদের চিহ্নিত করা যায়না৷ এর আগে মোবাইল ফোনের মাধ্যম সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুরনো সব গ্রাহককে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়েছিল৷ কিন্তু তাতেও কোন কাজ হয়নি৷ পুলিশ জানায়, প্রতিদিন ঢাকাসহ সারা দেশে গড়ে মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া যায় কমপক্ষে দেড়শ৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম