1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী নাশকতার ষড়যন্ত্র বানচাল বেলজিয়ামে, ধৃত ২৬

২৪ নভেম্বর ২০১০

জার্মানিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে যখন জোর আলোচনা, তারই মধ্যে বেলজিয়ামে ধরা পড়ল চেচেন বিদ্রোহীদের সঙ্গে সম্পর্কিত হামলার ষড়যন্ত্র আর ইসলামিক জিহাদি জঙ্গিদের প্রশিক্ষণের একটি গোষ্ঠী৷ গ্রেপ্তার মোট ২৬ জন৷

https://p.dw.com/p/QGZF
বেলজিয়াম, সন্ত্রাস, জিহাদি, ব্রাসেলস, জার্মানি, Belgium, Terror, Antwerp, Europe
ইউরোপ জুড়ে সন্ত্রাসী হামলা ঠেকাতে বাড়ছে প্রহরাছবি: AP

কোথায় কী ধরণের হামলার ষড়যন্ত্র?

বেলজিয়াম, নেদারল্যান্ডস আর জার্মানির সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ যে মোট এগারোজনকে এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে, তাদের লক্ষ্য ছিল বেলজিয়ামের অভ্যন্তরের কোন একটি জায়গায় সন্ত্রাসী হামলা চালানো৷ ধৃতদের কাছে থেকে এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এই জঙ্গিদের সকলেই রাশিয়ার বিচ্ছিন্নতাকামী ইসলামিক প্রদেশ চেচনিয়ার ইসলামিক চেচেন জঙ্গি গোষ্ঠীর মদতপুষ্ট৷ বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরকে কেন্দ্র করে তারা তাদের ষড়যন্ত্র ছকেছিল৷

কোথা থেকে গ্রেপ্তার হল এরা সকলে?

একজন চেচেন এবং ছয়জন বেলজিয়ান - মরক্বান জঙ্গি মঙ্গলবার ধরা পড়েছে বেলজিয়ামের বন্দরনগরী অ্যান্টওয়ার্প থেকে৷ নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে একই ষড়যন্ত্রে লিপ্ত তিন ডাচ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আর জার্মানির সীমান্ত শহর আখেন থেকে ধরা পড়েছে এই গোষ্ঠীরই আরেক সদস্য, যে আসলে রুশ নাগরিক৷ বেলজিয়ামের আইনমন্ত্রক জানিয়েছে, এদের লক্ষ্য ছিল সেদেশের কোন একটি শহরে নাশকতা চালানো৷ ইসলামিক উগ্রবাদী গোষ্ঠী আনসার আল মুজাহিদিন তাদের ওয়েবসাইটে এই হামলার হুমকি দিয়েছিল৷ এই গোষ্ঠীটির ষড়যন্ত্রের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ মিলেছে বলেও জানিয়েছে বেলজিয়ামের আইনমন্ত্রক৷ তবে এই ঘটনায় বেলজিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় কোন বিশেষ পরিবর্তন আনা হবে না৷ বেলজিয়ামের আইন মন্ত্রক জানিয়েছে, আজ বুধবার ধৃতদের আদালতের সামনে হাজির করা হবে৷ প্রসঙ্গত, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদরদপ্তর৷

জিহাদি নিয়োগকারীরা ধরা পড়ল কী ব্রাসেলসে?

জিহাদি নিয়োগকারী একটি গোষ্ঠীর পনেরোজন সদস্যকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে মঙ্গলবারেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশের খবর, এই গোষ্ঠীর কাজ ছিল ইউরোপ থেকে জিহাদিদের নিয়োগ করা৷ যে জিহাদিরা কিনা ইরাক কিংবা আফগানিস্তানে গিয়ে আল কায়েদা আর তালেবানের হয়ে লড়েই করবে৷ এই একই কাজে লিপ্ত আরও কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই স্পেন, মরক্বো আর সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ চেচেন জঙ্গি সংগঠন ‘ককেসাস এমিরেটস'- এর মদতপুষ্ট্ হয়ে এরা ইউরোপে তৎপরতা চালাচ্ছে৷ প্রসঙ্গত, আফগানিস্তানের জঙ্গি অধ্যুষিত এলাকাগুলিতে ইতিমধ্যেই ইউরোপ থেকে জিহাদি হয়ে লড়তে যাওয়া কিছু জার্মান এবং অন্যান্য ইউরোপীয় দেশের নাগরিকের কথা জানা গেছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন