1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকার কথা হেডলি স্বীকার করায় ভারতের প্রতিক্রিয়া

১৯ মার্চ ২০১০

মার্কিন নাগরিক ডেভিড হেডলি শিকাগো আদালতে মুম্বই হামলাসহ সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ভারতের অভিযোগ কার্যত প্রমাণিত হলো৷

https://p.dw.com/p/MXtW
ফাইল ফটোছবি: AP

তাই এবার হেডলিকে যাতে সরাসরি জেরা করতে পারে তার জন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে ভারত৷

ভারত ও ডেনমার্কে সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলি পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার এজেন্ট হিসেবে কাজ করেছিল বলে তার অপরাধ কবুল করেছে শিকাগো আদালতে৷ এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম শুক্রবার বলেন, মুম্বই হামলার বিষয়ে ভারত হেডলিকে এবার যাতে সরাসরি জেরা করতে পারে তারজন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে ভারত৷ হেডলির সঙ্গে এফ বি আই-এর যে রফা হয়েছে সেটাকে ধাক্কা বলে মনে করেন না তিনি৷ তিনি মনে করেন, মার্কিন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হেডলিকে পেতে পারে৷ হেডলিকে জেরা করার জন্য ভারতের হাতে তুলে দেবার আর্জি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ৷ তারা বলেছে আইনি জটিলতায় তা সম্ভব নয়৷ তবে হেডলিকে জেরা করে যে-সব তথ্য তারা পেয়েছে তা ভারতকে দেয়া যেতে পারে৷

বিরোধী দল বিজেপি বলেছে, হেডলিকে ছাড়া মুম্বাই কাণ্ডের বিচার সম্পূর্ণ হতে পারেনা৷ হেডলিকে আনতে না পারাটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা৷ ডেনমার্ক হেডলিকে জেরা করতে পেরেছে, কিন্ত ভারত পারেনি৷ অথচ মুম্বই কান্ডের একমাত্র জীবিত ও ধৃত আসামী আজমল কাসাবকে জেরা করতে দিয়েছে ভারত৷

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, মুম্বই কান্ডের বহু তথ্যপ্রমাণ ভারত পেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে৷

হেডলির স্বীকারোক্তিতে আন্তর্জাতিক মহলের কাছে এই সত্যটা অন্তত পৌঁছে যাবে যে মুম্বই সন্ত্রাসী কাণ্ডের উত্সমুখ পাকিস্তান-ভিত্তিক জঙ্গি শিবিরগুলি, মনে করেন পর্যবেক্ষক মহল৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক