1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংরক্ষিত এলাকায় আবাসিক প্রকল্প, পানি সংকটের মুখে ঢাকা

৯ এপ্রিল ২০১১

ঢাকার চারপাশ ঘিরে নদী আর সংরক্ষিত কৃষি, জলাভূমি এবং নিম্নভূমি দখল করে হাউজিং প্রকল্প গড়ে তোলায় পানীয় জলের তীব্র সংকটে পড়বে নগরবাসী৷ আর একই সঙ্গে বর্ষায় বন্যার পানিতে নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যাবে৷

https://p.dw.com/p/10qKn
মহানগর ঢাকাছবি: picture-alliance/dpa

এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে অপরিকল্পিত হাউজিং প্রকল্প বন্ধ করে ভূমি ব্যবহার নীতিমালা কার্যকর করা প্রয়োজন বলছেন নগর পরিকল্পনাকারীরা৷ রাজউকের পূর্বাচল উপশহর ছাড়া রূপগঞ্জের পুরো এলাকা সংরক্ষিত৷ শীতলক্ষা আর বালু নদী ঘেরা রূপগঞ্জ রাজধানী ঢাকার সুপেয় পানির আধার৷ কিন্তু সেই রূপগঞ্জ এখন শতাধিক হাউজিং কোম্পানির দখলে৷ ইতিমধ্যেই তারা প্রায় ৪০ ভাগ ফসলিমাঠ, জলাভূমি, নিম্নাঞ্চল দখলে নিয়েছে৷ তাদের এই আগ্রাসী আচরণ অব্যাহত থাকলে এবং সেখানে হাইজিং প্রকল্প গড়ে উঠলে, ঢাকায় পানি সংকট তীব্র হবে৷ সায়েদাবাদ প্রকল্পে পানি পাওয়া যাবেনা৷

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ড. ইকবাল হাবিব জানালেন, ঢাকার আশপাশের নদী দখল হয়ে যাচ্ছে৷ এতে রাজধানীর পানি সঞ্চালন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে৷ ফলে এবার বর্ষা মৌসুমে নগর বন্যা আরো ভয়াবাহ আকার ধারণ করবে৷ নগরীর অধিকাংশ এলাকা পানির নীচে চলে যাবে৷ তার তাতে সংকটে পড়বে রাজধানীর ৮০ ভাগেরও বেশি মানুষ৷

ড. ইকবার হাবিব জানান, রাজধানীর আশপাশের নদী, ফসলি জমি এবং জলাভূমি দখলে প্রভাবশালী ভূমিদস্যুদের পাশাপাশি এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত৷ ফলে এই দখল ঠেকানো এখন কঠিন হয়ে পড়ছে৷ তিনি এই দখল ঠেকিয়ে রাজধানীকে রক্ষায় অবিলম্বে ভূমি ব্যবহার নীতিমালা কার্যকর করা দাবি জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ