1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনে খালেদার মতামত, দলীয়ভাবেই সিদ্ধান্ত হবে

১৭ এপ্রিল ২০১১

সংসদীয় বিশেষ কমিটির আমন্ত্রণ পেলে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়া সংবিধান সংশোধনে মতামত দেবেন কি না৷

https://p.dw.com/p/10utw
খালেদা জিয়াছবি: Harun Ur Rashid Swapan

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জনিয়ে খালেদা জিয়ার মতামত নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন এমপি মনে করেন খালেদা জিয়ার মতামত দেয়া উচিত৷ প্রয়োজনে তিনি দলীয়ভাবেও মতামত দিতে পরেন৷

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবিধান সংশোধনে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে৷ বিএপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন তারা এখনো কমিটির কোন আমন্ত্রণপত্র পাননি৷ আমন্ত্রণ পেলে দলের নীতি নির্ধারকরা বসে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া মতামত দেবেন কি না৷ আর দিলে তা বিরোধী দলীয় নেত্রী ব্যক্তিগতভাবে দেবেন, না দলীয়ভাবে দেবেন৷

তবে মতামত নেয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়ে বলেন বিলম্বে হলেও সরকারের বোধোদয় হয়েছে যে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সংবিধান সংশোধন করা উচিত৷

বিশেষ সংসদীয় কমিটির সদস্য রাশেদ খান মেনন এমপি জানান, শিগগিরই বিরোধী দলীয় নেত্রীকে মতামত দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে৷ তিনি নিজে বা দলীয়ভাবে মতামত দিতে পারেন৷

মেনন জানান, মতমত কতটুকু গ্রহন করা হবে সেই বিবচনা না করে খালদা জিয়ার মতামত দেয়া উচিত৷ কারণ এটি তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে৷

এই দু'জন নেতা মনে করেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে সংবিধান সংশোধন করা হলে তা সব মহলে গ্রহণযোগ্য হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার