1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন

২৬ জুন ২০১২

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে সংবিধান সংশোধনের যে দাবি জানিয়েছেন মহাজোট সরকারের শরিক ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন, তার সমালোচনা করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত৷

https://p.dw.com/p/15LTL
ছবি: AP

রাশেদ খান মেনন নিরপেক্ষ নির্বাচনের জন্য সংসদে সংবিধান সংশোধনের দাবি জানান সোমবার৷ আর দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আজ মঙ্গলবার তার জবাব দেন সংসদে বাজেট আলোচনায়৷ তিনি বলেন, রাশেদ খান মেনন যে দাবি তুলেছেন তার কোন যুক্তি নেই৷ অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷ 

সুরঞ্জিত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সাংবিধানিক ব্যবস্থার অধীনেই হবে৷ এই সংবিধানে কোন হাত দেয়া যাবে না৷ বিরোধী দল চাইলে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে৷ আর তারা যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যায়, তাহলে সংসদে সংবিধান সংশোধন করতে পারবে৷

এদিকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার সবকিছু নিয়েই গোঁয়ারতুমি করছে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেমন গোঁয়ারতুমি করছে৷ তেমনি একই কাজ করছে বিদ্যুৎ নিয়ে৷ সরকারের এই অবস্থানের কারণে দেশ এখন চরম ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য