1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত তারকা রিয়েনা

মারুফ আহমদ২০ ফেব্রুয়ারি ২০১৩

সমকালীন রক-পপ সংগীতাঙ্গনে খুব অল্প বয়সে যে ক’জন সংগীত শিল্পী অসাধারণ সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন তাদের অন্যতম রিয়েনা৷

https://p.dw.com/p/17hju
LONDON, ENGLAND - NOVEMBER 19: Singer Rihanna performs live on stage as part of her 777 tour at The Forum on November 19, 2012 in London, England. (Photo by Simone Joyner/Getty Images)
ছবি: Getty Images

গত সাত বছর সময় ধরে তাঁর সংগীত জীবনে তিনি পেয়ে আসছেন বিপুল খ্যাতি এবং স্বীকৃতি৷ ২০শে ফেব্রুয়ারি বার্বাডোস-এর এই সংগীত তারকার ২৫তম জন্মবার্ষিকী৷

২০০৫ সালে অর্থাৎ ১৭ বছর বয়সে তাঁর প্রথম অ্যালবাম ‘মিউজিক অফ দ্য সান'– এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পপ সংগীতের অঙ্গনে সুপরিচিত হয়ে ওঠেন রিয়েনা৷ অ্যামেরিকা সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে এই অ্যালবাম৷

FILE - In this Feb. 20, 2011 file photo, singer Rihanna performs during the halftime show at the NBA basketball All-Star Game in Los Angeles. (AP Photo/Jae C. Hong, file)
গত সাত বছর সময় ধরে তাঁর সংগীত জীবনে তিনি পেয়ে আসছেন বিপুল খ্যাতি এবং স্বীকৃতিছবি: AP

বিশেষ করে তাঁর তৃতীয় অ্যালবাম ‘গুড গার্ল গন ব্যাড' তাঁকে এনে দিয়েছে বিরাট সাফল্য৷ এই অ্যালবামের একাধিক গান বিখ্যাত বিলবোর্ড-এর ১০০টি হিট গানের তালিকায় প্রথম স্থান অধিকার করে৷ ন'টি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয় এই অ্যালবাম৷

তাঁর আসল নাম রবেন রিয়েনা ফেন্টি৷ জন্ম ১৯৮৮ সালে ক্যারিবিয়ান দ্বীপ বারবাডোস-এর সেন্ট মাইকেল-এ৷ জামাইকার রেগে সংগীত শুনে শুনেই বড় হয়েছেন তিনি৷ ৭ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন রিয়েনা৷ হাই স্কুলে তাঁর দুই সহপাঠির সাথে গঠন করেন একটি ত্রয়ী গোষ্ঠী এবং যথেষ্ট সুনাম অর্জন করেন৷ ২০০৩ সালে তাঁর পরিচয় হয় মার্কিন রেকর্ড প্রযোজক এভান রজার্স-এর সাথে৷ তাঁরই সহযোগিতায় ডেফ জ্যাম রেকর্ডের সাথে চুক্তিবদ্ধ হন রিয়েনা৷ ১৬ বছর বয়সে তিনি চলে আসেন নিউ ইয়র্কে৷ সেই থেকেই শুরু হয় তাঁর অসাধারণ সংগীত জীবন৷

Rihanna performs on stage for the Brit Awards 2011 at The O2 Arena in London, Tuesday, Feb. 15, 2011. (AP Photo/Joel Ryan)
বিশেষ করে তাঁর তৃতীয় অ্যালবাম ‘গুড গার্ল গন ব্যাড' তাঁকে এনে দিয়েছে বিরাট সাফল্যছবি: AP

তাঁর স্বতঃস্ফূর্ত সুরেলা কণ্ঠে, পপ ও রকের সঙ্গে তাঁর গানে মিশেছে আর অ্যান্ড বি, হিপ হপ, ও ক্যারিবিয়ান সোকা সংগীতের প্রভাব৷ এ অবধি সাতটি সফল অ্যালবাম বেরিয়েছে তাঁর৷ বিশ্বব্যাপী তিন কোটি সত্তর লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে ৷ ২০১২ সালে বিখ্যাত টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় তাঁর নাম যুক্ত হয়েছে৷ সাত বার গ্র্যামি সহ আরো বহু গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রতিভাবান সংগীত শিল্পী রিয়েনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য