1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘সংকটে সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস'' - শেখ হাসিনা

৬ মে ২০১১

ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপরাষ্ট্রপতি মো. হামিদ আনসারি৷

https://p.dw.com/p/11AkI
শুরু হয়ে গেল সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনছবি: picture-alliance/dpa

শেখ হাসিনা বলেন, সংকটে সংগ্রামে আর ভালবাসায় রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস৷ আর মো. হামিদ আনসারি বলেন, রবীন্দ্রনাথের চিন্তা এবং দর্শন চির আধুনিক৷

Sheikh Hasina
সংকটে সংগ্রামে আর ভালবাসায় রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস: শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

আর মাত্র একদিন পর পর ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী৷ এই শুভক্ষণের সব আয়োজন করছে বাংলাদেশ আর ভারত একসঙ্গে মিলে৷ গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রবীন্দ্র সার্ধশত জন্ম বার্ষিকী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়৷ দু'দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এজন্য দু'টি কমিটিও গঠন করা হয়৷ আজ ঢাকায় উদ্বোধন করা হল সার্ধশত জন্ম বার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার৷

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি মো. হামিদ আনসারি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে আসা তার জন্য আনন্দের৷ আর তা যদি হয় রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে, তাহলে তা বিশেষ মাত্রা পায়৷ তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের এধরনের যৌথ আয়োজন এই প্রথম৷ এটি একটি ঐতিহাসিক ঘটনা৷ এই ঘটনা প্রমাণ করে রবীন্দ্রনাথ তার সময়ের সবচেয়ে অগ্রসর মানুষ ছিলেন৷ তার চিন্তা এবং দর্শন এখনো আধুনিক৷

Newly Elected Indian Vice President Mohammad Hamid Ansari speaks to the media in New Delhi, India, Friday, Aug. 10, 2007. India's ruling United progressive Alliance and Left candidate Ansari was declared elected the country's 13th Vice President Friday, according to a news agency(AP Photo/Mustafa Quraishi)
ভারতের উপরাষ্ট্রপতি মো. হামিদ আনসারিছবি: AP

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সব সংগ্রাম, সংকট আর ভালবাসায় রবীন্দ্রনাথের চিন্তা ও সৃষ্টি অনুপ্রেরণা যুগিয়েছে৷ তাকে কোন দেশ কালের গণ্ডিতে আবদ্ধ রাখা যায়না৷ প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্র চর্চাকে আরো বিস্তৃত করতে শিলাইদহে রবীন্দ্র বিশ্বিদ্যালয় স্থাপন করা হবে৷

এদিকে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করছেন৷ তাঁরা দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও কথা বলেন৷ বৈঠক শেষে খালেদা জিয়ার উপদেষ্টা সমশের মুবিন চৌধুরী বলেন, তাঁরা দু'দেশের সম্পর্ক আরো জোরদার করা কথা বলেছেন৷ খালেদা জিয়া ভারতের উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন, দু'দেশের মধ্যে অমিমাংসীত যেসব সমস্যা রয়েছে তার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক