1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ষাঁড়ের সাথে মহড়া দিতে গিয়ে বুলফাইট ভক্তের মৃত্যু

২৮ ডিসেম্বর ২০০৯

তারকাদের খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে এবার নিজেই ষাঁড়ের বিরুদ্ধে নিজের শক্তির পরীক্ষা করতে নেমেছিলেন বুলফাইটের এক ভক্ত৷ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ষাঁড়ের বিরুদ্ধে এই যুদ্ধে শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হয়েছে৷

https://p.dw.com/p/LEfI
বুলফাইটে এমনই ভয়াবহ পরিস্থিতির শিকার হয় যোদ্ধারাছবি: AP

ষাঁড়ের শিং-এর গুতোয় আহত হওয়ার পর হাসপাতালে গিয়ে মৃত্যু হয় ২২ বছর বয়সি জুয়ান কাসারুবিয়াস রেনডনের৷ গুয়েরেরো রাজ্য পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অ্যাটলিক্সটাক শহরে৷

মারের নিজের জন্য বড়দিনের উপহার

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের বয়স মাত্র ২২ বছর৷ স্বাভাবিকভাবেই এখনও বিয়ে-থা করা হয়নি৷ জীবনের প্রতি মায়া খুব একটা জন্মানোর কথাও নয়৷ ফলে বিশ্বের সবচেয়ে দ্রুততম গাড়ি চালানোর সময় সেটির গতি কতটা উঠতে পারে কিছুটা আন্দাজ নিশ্চয়ই করা সম্ভব৷ মারে এ বছর নিজের জন্য যে বড়দিনের উপহারটি নিয়েছেন সেটি লাল রঙের ফেরারি এফ ৪৩০৷ গাড়ির মূল্য মাত্র এক লক্ষ ষাট হাজার ডলার৷ এসব কথা খুব একটা অবাক হওয়ার মতো নয়৷ কিন্তু মারের মাথায় হাত যখন হিসাব করে দেখা যাচ্ছে মারেকে এই গাড়ির বিমা বাবদ প্রতি বছর গুণতে হবে ফেরারি গাড়িটির ক্রয়মূল্যের সমপরিমাণ অর্থ৷

Andy Murray
টেনিস তারকা অ্যান্ডি মারেছবি: AP

প্রাণে বেঁচে গেছেন বুয়োনানোট্টে

২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণ পদক বিজয়ী দলের সদস্য ফুটবল তারকা দিয়েগো বুয়োনানোট্টে৷ বয়স মাত্র ২১ বছর৷ ইতিমধ্যেই ইউরোপীয় এবং মেক্সিকোর ক্লাবগুলোও আগ্রহী হয়ে উঠেছে বুয়োনানোট্টেকে দলে পেতে৷ ওদিকে, রিভার প্লেট সভাপতিও তাঁকে পেতে চান৷ এর মধ্যে নিজ ক্লাব বুয়েনস আয়ার্সের প্রি-চ্যাম্পিয়নশিপ প্রশিক্ষণ ২ জানুয়ারি থেকেই৷ সান্টা ফে প্রদেশের টেয়োডোলিনা থেকে ফিরছিলেন বছর শেষের অবসর কাটিয়ে৷ কিন্তু নাচ-গানের রাত শেষে বৃষ্টিস্নাত পথে গাছের সাথে ধাক্কা খেল বুয়োনানোট্টের গাড়ি৷ সাথে থাকা তিন বন্ধুই নিহত৷ প্রাণে বেঁচে গেছেন বুয়োনানোট্টে৷ তবে কলার বোন এবং ফুসফুসের যে ক্ষতি হয়ে গেছে তা সারাতে যথেষ্ট বেগ পেতে হবে তাঁকে বলে আশঙ্কা করা হচ্ছে৷

আচরণবিধি লঙ্ঘন করে ২৫ হাজার ডলারেরও বেশি জরিমানা পন্টিং-এর

১৯৯২ সালে আইসিসির আচরণবিধি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ডলারেরও বেশি জরিমানা দিয়েছেন রিকি পন্টিং৷ ছয়বার আচরণবিধি লঙ্ঘনের জন্য পাওয়া শাস্তির চারবারই কারণ ছিল আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ৷ পন্টিংয়ের অধিনায়কত্বে অস্ট্রেলীয় ক্রিকেটাররা ১৮ বার আচরণবিধি লঙ্ঘন করেছেন৷ ১৯৯২ থেকে '৯৯ পর্যন্ত সময়ে মার্ক টেলরের অধিনায়কত্বের তুলনায় যেটি দ্বিগুণ৷ পন্টিং-এর অধীনে ‘আগলি অসিজ' তকমাও জুটেছে অস্ট্রেলীয়দের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী