‘শ্রমিকদের মূল্যায়ন করা হয়না' | পাঠক ভাবনা | DW | 26.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শ্রমিকদের মূল্যায়ন করা হয়না'

বিক্ষোভ ভাঙচুর অবরোধ চলছেই, বাংলাদেশে শ্রমিক মানে কামলা-মজদুর, তাদের মূল্যায়ন হয় না ! ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের জুটমিল ও কটনমিল শ্রমিকরাই সংগ্রামের মূল ভূমিকা পালন করেছিল৷

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঐ সমস্ত জুটমিল-কটন মিলগুলো আওয়ামী লীগ ও শ্রমিক লীগের বড় বড় নেতারা দখল করে লুটপাট করে ধ্বংস করে দিয়েছিল প্রতিষ্ঠানগুলো৷ আজকের বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে এবং বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে৷ এ সমস্ত কলকারখানার মালিকগণ নব্য ধনী, এদের মনমানসিকতা সামন্ত প্রভুর মত! এরা পোশাক কারখানার মহিলা শ্রমিকদের মনে করে ঘরবাড়ির কাজের মেয়ে, তাই শ্রমিকদের মূল্যায়ন করে না৷ কারণ বাংলাদেশে ঘরবাড়িতে গৃহ শ্রমিক অমানবিক অন্যায়-অত্যাচার সহ্য করে, নিম্ন মজুরিতে কাজ করতে বাধ্য হয়৷

আজকের বাংলাদেশে অনেক পোশাক কারখানার মালিক তথাকথিত বামপন্থি বা শ্রমিক-মজুর দলের নেতাগণ এবং এরা বর্তমানে ক্ষমতাসীন দলের লেজুড়! বাংলাদেশে বর্তমান শ্রমিক আন্দোলনের পিছনেও ক্ষমতাসীন সরকারের পরিবহন (শ্রমিক) মন্ত্রী দায়ী, নির্বাচন পূর্ব এই শ্রমিক আন্দোলনের পিছনে মন্ত্রীর চাবিকাঠি নাড়াচাড়া করার উদ্দ্যেশ্য কী! আগামীতে বিরোধী দল বড় আন্দোলনের ডাক দেবে তার পূর্বে সরকার নিজ উদ্যোগে ছোট ছোট আন্দোলন করে রাজপথ দখল করে রাখছে ‘ছোট ছোট আগুন জ্বেলে বড় আগুনকে স্তব্ধ করে দেওয়া হবে, যেমন অস্ট্রেলিয়ার বনে জঙ্গলে করা হয়' – সুহৃৎ বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে লিখেছেন৷

ডয়চে ভেলের ওয়েবসাইট, ফেসবুক, টিভির দর্শক ও পাঠক হিসেবে আপনাদের জানাই গোলাপের শুভেচ্ছা৷ আপনাদের আয়োজন ডালি মেধা সাহসের প্রদীপ জ্বেলে দিয়েছে৷ অনন্য ব্যবস্থাপনা দক্ষতায় অন্বেষণ আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে৷

যুগের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক ইস্যুগুলি বৈচিত্র্যময় প্রতিবেদন আমাদের উপহার দিয়ে চলেছেন৷ সত্য ও ন্যায়ে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে রয়েছেন ডয়চে ভেলের পারদর্শিতা ক্রমান্বয়ে সাফল্যের শিখরে পৌঁছেছে আমরা ডয়চে ভেলে থেকে পাকিস্তানের মালালা, বাংলাদেশের ফেলানী, বাংলাদেশের যুদ্ধাপরাধ, সিরিয়া পরিস্থিতি, খেলাধুলা সহ বিভিন্ন প্রতিবেদন পড়ে যাচ্ছি৷ ভবিষ্যতের দিনগুলিতে ডয়চে ভেলের আরো উত্কর্ষ লাভ হোক এ প্রত্যাশায়৷ ডা.এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে লিখেছেন৷

- ধন্যবাদ দু'জনকেই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন