1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হল দুর্গাপূজা

২৮ সেপ্টেম্বর ২০০৯

এবারের দুর্গাপূজার নিরাপত্তা আর শৃংখলা ছিল চোখে পড়ার মত৷ ঈদের পরই পূজা তাই উৎসব আর আনন্দ পেয়েছে ভিন্ন মাত্রা৷ হিন্দু ধর্মাবলম্বীদের এই শারদীয় আনন্দ উৎসবে অংশ নিয়েছেন সব ধর্মের মানুষ৷

https://p.dw.com/p/JsB4
ফাইল ফটোছবি: AP

পূজার শুরু থেকেই সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা নিয়মিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী৷ আর পুলিশের আইজি সরসরি তদারক করেছেন নিরপত্তা ব্যবস্থা৷ নবমীর দিন বনানী মাঠ পূজামন্ডপে একটি গ্রেনেড উদ্ধারের ঘটনা ছাড়া আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ পূজামন্ডপ গুলোতে সার্বক্ষণিকভাবে ছিল র‌্যাব পুলিশের পাহারা৷

সোমবার শুভ বিজয়া দশমী৷ বিসর্জনের আনন্দ বিষাদের অনুভূতিতে সিক্ত হয়ে ভক্তরা মা দুর্গাকে বিদায় জানিয়েছেন৷ মন্দিরে মন্দিরে শঙ্খ ঘন্টা, আরতি উলুধ্বনিতে এবং দর্পণ বির্জনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় দুর্গাদেবীকে৷ পরে সংসার, দেশ ও দশের কল্যাণ কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা৷

বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বুড়িগঙ্গা নদীতে প্রতিমার বিসর্জন দেয়া হয়৷

এবার ঢাকায় তিনশতাধিক মন্দিরে পূজা হয়েছে৷ আর সারা দেশে পূজামন্ডপ ছিল প্রায় আড়াই হাজার৷ সবচেয়ে বড় আয়োজন ছিল ঢাকেশ্বরী পূজা মন্ডপে৷ আর পুরনো ঢাকার পুরো এলাকা জুড়ে ছিল মন্ডপের ছড়াছড়ি৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক