1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু পোষা প্রাণীর জন্য ‘পেট এয়ারওয়েজ’

১০ জুলাই ২০০৯

নতুন কোন এয়ার লাইন্সের নতুন কোন দেশে যাত্রা শুরু এখন আর অবাক করা কোন ঘটনা নয়৷ তবে ব্যাপরটা তখনই চমকপ্রদ হয়ে ওঠে, যখন মানুষের পোষা প্রিয় প্রাণীটিকে কোথাও পৌঁছে দেয়ার জন্য কোন বিমান সংস্থা নতুন করে যাত্রা শুরু করে৷

https://p.dw.com/p/Il6s
এভাবে সাজিয়ে গুছিয়ে প্রিয় প্রাণীটিকে তুলে দিতে পারেন বিমানে (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

তেমনই এক চমকানো খবর নিয়ে আগামী ১৪ জুলাই অ্যামেরিকাতে শুধু পোষা প্রাণীর জন্যই চালু হতে যাচ্ছে পেট এয়ারওয়েজ-এর ফ্লাইট৷ সাবার্বান এয়ারের পরিচালিত এই বিশেষ ফ্লাইট কেবলই আদরের অতি প্রিয় প্রাণীদের জন্য৷

দিন যত যাচ্ছে পৃথিবীতে মানুষের ব্যস্ততা ততোই বাড়ছে৷ শুধু কি তাই, ব্যস্ত মানুষের জীবনের অন্যতম সঙ্গী পোষা প্রাণীও মানুষের সঙ্গে ব্যস্ত হয়ে উঠছে৷ সামাজিক নানা নিয়মকানুনের মধ্যে তাদের জন্যও জীবন এখন আর ততোটা সহজ নয়৷ কারণ চাইলেই কোন প্রাণী তার নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য প্লেন বা ট্রেনে করে যাতায়ত করতে পারে না৷ আবার মনিব ছুটিতে গেলে অনেক সময়ই পোষা প্রাণীটিকে একা কাটাতে হয় দীর্ঘ সময়৷ কারণ মনিবের ইচ্ছা থাকলেও, অনেক এয়ার লাইন্সই অনুমতি দেয়না, চায়পেয়ে কোন প্রাণীকে প্লেনে বহন করার জন্য ৷ যদিবা কোন কোন এয়ার লাইন্স নিতে রাজি থাকে সেখানে থাকে নানা বাধ্য বাধকতা৷ যেমন প্রাণীটিকে প্রায়ই বিমানে একটি খাঁচার মধ্যে, ব্যাগ রাখার জায়গায় আটকে রাখা হয়৷ আর যাদেরকে কেবিনে আনতে দেয়া হয় তাদের অবশ্যই হতে হয় অনেক ছোট, যেনে বসার সিটের নিচেই তাদের জায়গা হয়৷

Airbus A380 Probefahrt
আগামী ১৪ জুলাই অ্যামেরিকাতে শুধু পোষা প্রাণীর জন্যই চালু হতে যাচ্ছে পেট এয়ারওয়েজ-এর ফ্লাইট৷ (ফাইল ফটো)ছবি: AP

নিউইয়র্কের এক বেসরকারি সংস্থার গবেষণা মতে আমেরিকাতে ৯ কোটি বিড়াল, ৭ কোটি ৩০ লাখ কুকুর, ১কোটি ৬০ লাখ পাখি আর ২ কোটি ২০ লাখ অন্যান্য পোষা প্রাণী রয়েছে৷ আর প্রতি বছর প্রায় ৭ কোটি পোষা প্রাণী তাদের মনিবের সঙ্গে ছুটি কাটাতে বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভ্রমণে বেরিয়ে থাকে ৷ সান ফ্রান্সিসকো সোসাইটি নামের পশুপ্রাণী অধিকার রক্ষার কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করে বলছে যে, প্রতি বছর ২ কোটি পোষা প্রাণী বিমানে ভ্রমণ করে৷ কিন্তু এর মধ্যে ৫ হাজার প্রাণীই অসুস্থ হয়ে পড়ে বা আহত হয়৷

এই সব সমস্যার সমাধানের জন্য এলিসা বাইন্ডার বিন্ডার এবং ড্যান উইজেল নামে এক দম্পতি পোষা প্রাণীদের জন্য আরামদায়ক এবং নিরাপদ একটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেন৷

তাদের ভাষায়, মনিব কখনোই তার আদরের প্রাণীটিকে কোন অন্ধকার কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে মানসিকভাবে স্থির থাকতে পারবে না৷ তাছাড়া বিশ্বব্যাপী পোষা প্রাণীর সংখ্যা একদিকে যেমন বাড়ছে তেমনি বাড়ছে তাদের যাতায়াতের মাত্রাও৷ এই সব দিক খেয়াল রেখেই আমরা পোষা প্রাণীর জন্য ফ্লাইট চালুর আবেদন জানাই সাবআর্বান এয়ার-এর কাছে৷ তারা রাজিও হয়৷

উল্লেখ্য, সাবআর্বান এয়ারই পৃথিবীর একমাত্র এয়ার লাইন্স যার কিছু তেজস্ক্রিয় পদার্থ বিমানে বহন করার অনুমতি আছে৷

যে বিমানে করে পোষা প্রাণীদের এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হবে তা হবে একেবারেই তাদের উপযোগী৷ সেখানে চালক এবং কেবিন ক্রু ছাড়া বাকি সবাই হবে চারপেয়ে প্রাণী বা দু পেয়ে পাখি৷ প্রতিটি প্রাণীকে খাঁচায় বন্দি করে প্লেনের সিট থাকে যেখানে, সেখানেই রাখা হবে৷ আর প্রতি ১৫ মিনিট পর পর কেবিন ক্রু তাদের খাওয়া, ঘুমানো বা প্রাকৃতিক কাজ সারার বিষয়টি তাদারক করেবেন৷ ১৭ জন যাত্রী ধারণ করতে পারে এমন একটি প্লেনে ৫০টি করে পোষা প্রাণী থাকবে বলে নিশ্চিত করছে বিমান কর্তৃপক্ষ৷

প্রাথিমকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট যাবে নিউইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, ডেনভার এবং লস এ্যান্জেলেসে৷ তবে চাহিদা বাড়লে ফ্লাইট ২০টিতে উন্নীত করা হবে৷ আর ওয়ান ওয়ে যাত্রা পথের ভাড়া ঠিক করা হয়েছে ১৪৯ ডলার৷

বাইন্ডার দম্পতি বলছেন, তারা আশা করেন খুব শিঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে উঠবে৷ মানুষকে আর তার পোষা প্রাণীর যাতায়তের নিরাপত্তা নিয়ে কোন চিন্তাই করতে হবে না৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক