1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের অন্য রূপ!

শামিল শামস/এপিবি১৯ মার্চ ২০১৪

সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংতা আর নারী নির্যাতন ছাড়াও পাকিস্তানের যে একটা ভিন্ন রূপ আছে, তা বিশ্ববাসীর কাছে পরিচিত নয় – দাবি পাকিস্তানের সাধারণ মানুষের৷ তাঁদের অভিযোগ: গণমাধ্যম সব সময় দেশের নেতিবাচক দিকগুলোই তুলে ধরে৷

https://p.dw.com/p/1BRb1
ছবি: Shamil Shams

অনেক পাকিস্তানি মনে করেন, আন্তর্জাতিক গণমাধ্যম তাঁদের দেশের ভাবমূর্তিকে ইসলামিক প্রজাতন্ত্রের তকমা দিয়ে তার খারাপ দিকগুলো তুলে ধরার অপপ্রয়াস করে থাকে৷ তাঁরা বলেন, দারিদ্র্য, আত্মঘাতী বোমা হামলা, নারী বিদ্বেষ ছাড়াও পাকিস্তানিদের কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি রয়েছে৷

স্বাভাবিক জীবনযাপন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ ডয়চে ভেলেকে বলেন, বিদেশি সাংবাদিকরা পাকিস্তানিদের আসল রূপ তুলে ধরতে আগ্রহী নন৷ তাঁর কথায়, ‘‘যখনই কোনো সাংবাদিক তাঁদের সাথে কথা বলতে আসেন, সেখানকার সমাজ-সংস্কৃতি নিয়ে তাঁদের কোনো আগ্রহ থাকে না৷ বরং কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তালেবান জঙ্গিদের কী অবস্থা, আফগানিস্তানের সাথে সম্পর্ক – এ সব বিষয়েই তাঁদের আগ্রহ৷ তানভীর আরো বলেন, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে বসবাসরত আর দশটা মানুষের মতোই পাকিস্তানিদের জীবনযাপন যে স্বাভাবিক, এটা কেউ তুলে ধরে না৷ অন্যান্য অনেক দেশের মতোই তাঁরা কিছু ক্ষেত্রে যেমন নিরপেক্ষ আবার কিছু ক্ষেত্রে বেশ রক্ষণশীল৷

পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল'-এর নারী বিষয়ক পত্রিকার সম্পাদক ইরাম মুজাফ্ফর তানভীরের সাথে একমত৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের উচিত পাকিস্তানের সমাজ-সংস্কৃতির ভালো দিকগুলো উপস্থাপন করা৷ এই যেমন প্রতিবেশী দেশ ভারত৷ সেখানে হাজারো সমস্যা রয়েছে, কিন্তু গণমাধ্যমে তাদের ভালো খবরগুলোর বেশি প্রকাশ হয়৷''

Bildergalerie Das andere Pakistan
উর্দু কবিতা পাঠের আসরছবি: Shamil Shams

সাংস্কৃতিক আন্দোলন

এটা সত্য যে এত সহিংসতা, সন্ত্রাসবাদের পরও পাকিস্তানিদের জীবনযাপনে কোনো বিপত্তি নেই৷ স্বাভাবিকভাবেই চলতে থাকে তাঁদের জীবন৷ এমনকি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত চলে থিয়েটার এবং কনসার্ট৷ নারী-পুরুষের মেলামেশাও এ দেশে বিরল নয়৷ এমনকি বড় বড় শহরে মদ্যপানের ক্ষেত্রেও তেমন কোনো বাধা নেই৷

করাচির আহমেদ মীর জানান, গত কয়েক বছরে সেখানে ম্যাক ডোনাল্ডস এবং বার্গার কিং-এর মতো আন্তর্জাতিক মানের খাবারের দোকান হয়েছে, যেখানে অনেক পাকিস্তানি পরিবার নিয়ে খেতে আসে৷ রাতেরবেলায় খাওয়া শেষে তারা বাইরে ঘুরে বেড়ায়৷ রাস্তার খাবার উপভোগ করেন নারী-পুরুষ উভয়েই৷ এমনকি অনেকে রাতে সিনেমা দেখতে হলেও যান৷

করাচি শহরটিতে চিত্রশিল্পী, সংগীত শিল্পী, লেখকের সংখ্যা অনেক৷ কিন্তু তাঁরা সবাই শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন৷ তবে এখনও আশা ছাড়েননি তাঁরা৷ তাঁরা মনে করেন, সহিংতার পথ থেকে ফেরাতে হলে মানুষকে এর বিপরীত পথে উদ্বুদ্ধ করতে হবে৷ আর তারই চেষ্টা করে চলেছেন তাঁরা৷

আহমেদ মীর ডয়চে ভেলেকে বলেন, ‘‘জঙ্গিদের হাতিয়ার যদি বন্দুক হয়, তবে আমার হাতিয়ার হলো গিটার৷ তাই আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতই বাধা আসুক আমরা গানের মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে যাবো, আয়োজন করবো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের৷''

করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের অনেক শহরেই ‘ওপেন এয়ার কনসার্ট' জনপ্রিয়তা পাচ্ছে৷ এ সব কনসার্টে পাকিস্তানের যুব সম্প্রদায়ের প্রতিভার দেখা পাওয়া যায়৷ পাকিস্তানিরা কবিতা বা আবৃত্তির প্রতি ভীষণ অনুরক্ত৷ তাছাড়া উর্দু কবিরা তো এ সব সংগীত শিল্পীদের চেয়েও বেশি জনপ্রিয়৷

Bildergalerie Das andere Pakistan
নারী-পুরুষ একসঙ্গেছবি: Shamil Shams

করাচির আর এক শিক্ষার্থী মাশরুর মির্জা ডয়চে ভেলেকে বলেন, উর্দু কবিতা বরাবরই খুব ধর্মনিরপেক্ষ এবং কট্টরপন্থার বিরোধী৷ উর্দু কবিতার জনপ্রিয় কবি মির্জা গালিবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘গালিব এমন একজন কবি ছিলেন, যাঁর সঙ্গে হয়ত কেবল মহাকবি শেক্সপিয়ারের তুলনা চলে৷'' করাচিতে অন্তত ২৫টি আর্ট গ্যালারি রয়েছে৷ প্রায়ই এগুলোতে তরুণ ও অভিজ্ঞ চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শন করা হয়৷

বিদেশি পর্যটকদের কাছে পাকিস্তান সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে পরিচিত এখন৷ তবে পাকিস্তানিরা মনে করেন, অপহরণ বা হত্যার যত ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয় তার বেশিরভাগই অতিরঞ্জিত এবং রটনা৷ তাঁরা বলেন, যেসব মার্কিন ও ইউরোপীয় নাগরিক পাকিস্তান সফর করতে আসেন তাঁদের ভালোভাবে আপ্যায়ন করা হয় এবং তাঁদের সাথে আজ পর্যন্ত কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি৷

মারিয়ন রোলান্ডের কথাই ধরা যাক৷ ইনি করাচির একটি ফরাসি সাংস্কৃতিক সংগঠনে কাজ নিয়ে সুদূর ফ্রান্স থেকে এসেছেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘করাচিতে থাকতে আমার বেশ লাগছে৷ আমার তো মনে হয়, এ শহরে অনেক ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, যার সাথে পরিচিত হতে পেরে আমি খুবই আনন্দিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য