1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পর্নোগ্রাফি ঠেকাতে এক হলো মাইক্রোসফট, ফেসবুক

২১ মে ২০১১

ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির কথা প্রায়ই শোনা যায়৷ নেটে এগুলো ছড়ানোর জন্য কাউকে কাউকে আটক করারও খবর পাওয়া যায়৷ এবার এদের ধরতে একসঙ্গে গাঁটছাড়া বাঁধলো মাইক্রোসফট ও ফেসবুক৷

https://p.dw.com/p/11Klf
Arab revolutions is the main theme on facebook for chatting among Lebanese youth; Beirut, Lebanon, 30. April 2011; Copy right: DW/Dareen Al Omari
ফেসবুকে চাইলেই পর্নো ছবি আপলোড করা উচিত হবে নাছবি: DW

মাইক্রোসফটের তৈরি করা ‘ফটোডিএনএ' প্রযুক্তি ব্যবহার করে ফেসবুকে আপলোড করা পর্নো ছবি খুঁজে বের করা হবে৷

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং এন্ড এক্সপ্লইটেড চিলড্রেন' সংস্থায় থাকা পর্নো ছবি স্ক্যান করে রেখেছে ফটোডিএনএ৷ ফলে ফেসবুকে দেয়া ছবিগুলো স্ক্যান করলেই ফটোডিএনএ সেটা ধরতে পারবে৷ এভাবে পর্নোছবি পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ব্লক করে দেবে৷ প্রয়োজনে কে আপলোড করেছে সে তথ্যটাও পুলিশকে জানানো হবে৷

আবার অনেক সময় দেখা যায় কিশোর-কিশোরীরা পরিবারকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় থাকে৷ কিন্তু ফেসবুকে তারা সক্রিয় থাকে৷ এ ধরনের কিশোরদের ধরিয়ে দেয়ার কাজটিও করতে পারে ফটোডিএনএ৷

উল্লেখ্য, মাইক্রোসফটের হিসেবে, প্রতি মাসে ফেসবুকে প্রায় ৩০ বিলিয়ন কনটেন্ট আপলোড হয়৷ এর মধ্যে রয়েছে ছবি, টেক্সট, সংবাদ, ব্লগ ইত্যাদি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম