1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের কসমেটিক সার্জারি নিষিদ্ধ

এলিজাবেথ ইওর্ক ফন ভার্টেনবুর্গ/আরবি১৮ জানুয়ারি ২০১৪

এমন অনেকে আছেন, যাঁরা চেহারার খুঁত ঢাকতে কসমেটিক সার্জারি করতে চান৷ অথচ জার্মানির জোট সরকার অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কসমেটিক সার্জারি আইন করে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে৷

https://p.dw.com/p/1Asom
Symbolbild Jugendliche Schönheitsoperation
ছবি: imago/McPHOTO

ইয়াকবের বয়স ১৫৷ সে নাকের খুঁত দূর করতে কসমেটিক সার্জারি করাতে চায়৷ কারণ নিজের তার নাকটি পছন্দ নয়৷ এ জন্য মানসিক অশান্তিতে আছে সে৷ মা, ছোট ভাই ও এক সমাজকর্মীর সঙ্গে বন শহরের বেসরকারি এক ক্লিনিকে অপেক্ষা করছে সে৷ চিকিৎসকের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতে হবে৷

নাকটি পছন্দ নয়

ইয়াকব জানায় আমার নাকটি খুব বড়৷ ‘‘গত বছর এটি ঠিক করার জন্য একটি হাসপাতালে গিয়েছিলাম৷ কিন্তু সেখানকার ডাক্তাররা আমার বয়স কম বলে অপারেশন করতে চাননি৷ এখনও আমি প্রাপ্তবয়স্ক নই, কিন্তু নাকের কারণে আমি মনোকষ্টে আছি৷ আশা করি এখানকার ডাক্তাররা আমাকে সাহায্য করতে পারবেন৷''

প্লাস্টিক সার্জন ড. সিপে জানান, ভুক্তভোগী ছেলে বা মেয়ে ও তার অভিভাবকের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে হয়, মানসিক চাপটা কতটা গভীরে৷ এছাড়া খুঁতের মাত্রাটাও বিবেচনা করতে হয় আমাদের৷ নাকটা যদি খুব বেশি অস্বাভাবিক না হয়, তাহলে শত অশান্তিতে ভুগলেও কারো নাক অপারেশন করবো না আমি৷ আর অপ্রাপ্ত বয়স্ক হলে তো প্রশ্নই ওঠে না৷''

তবে জার্মানিতে ছেলে-মেয়েরা জন্মদিন বা বড়দিনে উপহার হিসাবে কসমেটিক সার্জারির খরচ চেয়েছে, এরকম খবর তিনি শোনেননি৷

রাজনীতিবিদরা সার্জারি নিষিদ্ধ করার পক্ষপাতী

এসপিডি ও ইউনিয়নের স্বাস্থ্যবিমা বিশেষজ্ঞরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন৷ শারীরিক ও মানসিক কারণে জরুরি প্রয়োজন না হলে বাচ্চাদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি নিষিদ্ধ করার পক্ষপাতী তাঁরা৷

রাজনীতিকরা আমাদের চেয়ে এই সমস্যাকে বড় করে দেখছেন৷ বলেন ‘সোসাইটি অফ প্লাস্টিক সার্জন'-এর মুখপাত্র ক্যার্সটিন ফন আর্ক৷ তাঁর ভাষায়, ‘‘রাজনীতিকদের ধারণা, জার্মানিতে প্লাস্টিক সার্জারির ১০ শতাংশ বুঝি করা হয় অপ্রাপ্ত বয়স্কদের৷ কিন্তু আমাদের তথ্য অনুযায়ী এই হার মাত্র এক শতাংশ৷ এর মধ্যে আবার অধিকাংশই করা হয় খাড়া কানকে ঠিক করতে৷''

স্টেফানির পাঁচ বছর বয়স পর্যন্ত কান খাড়া ছিল৷ এক্ষেত্রে মা-বাবাই তৎপর হন৷ মেয়েকে যাতে স্কুলে সহপাঠীদের ব্যঙ্গ বিদ্রূপের শিকার না হয়, তাই তাঁরা আগেই ব্যবস্থা নিতে চেয়েছেন৷ বলেন স্টেফানির মা৷

রুটিন অপারেশন

ড. সিপে-এর কাছে এটা একটা রুটিন অপারেশন৷ তাঁর ভাষায়, বস্তুত একে কসমেটিক সার্জারি বলা যায় না৷ কেননা ভুক্তভোগীদের মানসিক কষ্টটা অনেক বেশি৷ প্রায়ই অন্য বাচ্চারা খেপায় তাদের৷ স্কুলে যেতে ভরসা পায় না তারা৷ সামাজিক দিক দিয়েও গুটিয়ে নেয় এই সব ছেলে মেয়ে৷ এই পরিস্থিতিতে একটি অপারেশন যুক্তিসংগত৷''

স্টেফানির কানের অপারেশন ঠিকমতোই হয়ে যায়৷ এতে সে খুশি৷ চুলের বেণি করতে আর সংকোচ বোধ হয় না৷ এ জন্য অপারেশন সঠিক সিদ্ধান্তই ছিল বলে মনে করে স্টেফানি৷

অপ্রাপ্ত বয়স্কদের কসমেটিক সার্জারির ৮০ শতাংশই হয় কানের৷ কদাচিৎ করা হয় অন্যান্য অপারেশন৷ আইন পরিবর্তন হলেও চিকিৎসকদের কাজে তেমন পরিবর্তন হবে না৷ তবে রোগীদের সামনে আর একটি বাধা পড়বে৷ ছোটাছুটিটা বাড়বে৷ ড. সিপে এই প্রসঙ্গে বলেন, ‘‘নতুন আইনের ফলে আমাদের কাজে কোনো পরিবর্তন হবে না৷ যে সব আমরা অপারেশন করে থাকি, সেগুলি চিকিৎসার দিক দিয়ে যুক্তিসম্মত৷ তাই আমাদের আচরণে পরিবর্তন আনার কোনো কারণ দেখি না৷''

মিডিয়ার প্রভাব

অন্যদিকে দার্শনিক ডিয়র্ক লানৎসেরাথ মনে করেন প্লাস্টিক সার্জারিকে অনেক আগেই নিয়ন্ত্রণ করা উচিত ছিল৷ প্রথম বিশ্বযু্দ্ধে আহতদের চিকিৎসার জন্য প্রথম এই সার্জারি চালু হয়৷ এখন সৌন্দর্য বর্ধনেও এই ধরনের অপারেশন করা হয়ে থাকে৷ তাঁর মতে শুধু চিকিৎসক ও রাজনীতিবিদদেরই নয় সমাজেরও এক্ষেত্রে বড় দায়িত্ব রয়েছে৷ কেননা সমাজই মূলত তরুণদের সৌন্দর্যের পেছনে ছুটতে উদ্দীপিত করে থাকে৷

ড. ফন আর্ক এই প্রসঙ্গে বলেন, ‘‘বিশেষ করে অল্পবয়সিরা মিডিয়া দ্বারা প্রভাবিত হয় বেশি৷ নিজেদের শরীরকে আবিষ্কার করে তারা এই বয়সে৷ টেলিভিশনের এ ক্ষেত্রে এক বড় ভূমিকা রয়েছে৷

প্লাস্টিক সার্জারিকে এমনভাবে দেখানো যেন দৈনন্দিন ব্যাপার এটি৷ মনে হয় কোনো জটিলতা ছাড়াই বুঝি সম্পূর্ণ হয় কাজটা৷ বাস্তবে কিন্তু সব সময় এমনটি হয় না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য