1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের ছাত্র সংসদ

২৩ জুলাই ২০১২

বাংলাদেশের প্রায় সাড়ে তেরো হাজার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত করার উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মী তানবীর উল ইসলাম সিদ্দিকী৷

https://p.dw.com/p/15d8t
Titel 1 : Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers, Bangladesch Bildunterschrift:  Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers, Bangladesch Text: Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers, Bangladesch Datum: 15.06.2010 Eigentumsrecht: Advocate Tanbir ul Islam Siddiqui, Dhaka, Bangladesch Stichwort: Bangladesch, Bangladesh, Tanbir, Siddiqui, change, makers, dhaka,
ছবি: Advocate Tanbir ul Islam Siddiqui

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ সম্পর্কে উন্নয়ন সংস্থা চেঞ্জ মেকার্স-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানবীর উল ইসলাম সিদ্দিকী বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই উদ্যোগ নেন বিদ্যালয়গুলোতে অল্প বয়সি ছাত্র-ছাত্রীদের মাঝে নেতৃত্বের গুণাবলী তৈরি করার৷ তাদের মধ্যে প্রচারাভিযান চালানো, ভোটাভুটি, ছাত্র প্রতিনিধি নির্বাচন - এসব কিছুর মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশের চেষ্টা করা হয়৷ তারই অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা হয়েছে৷ আমি যতদূর জানি, ইতিমধ্যে এই উদ্যোগ সবাইকে আকৃষ্ট করছে এবং অনেকেই এর প্রতি আগ্রহ দেখাচ্ছেন৷''

Titel 2 : Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers (zweite von Links) in eine Veranstaltung in Comilla Bildunterschrift:  Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers (zweite von Links) in eine Veranstaltung in Comilla Text: Advocate Tanbir ul Islam Siddiqui, Präsident von Change Makers (zweite von Links) in eine Veranstaltung in Comilla Datum: 16.03.2011 Eigentumsrecht: Advocate Tanbir ul Islam Siddiqui, Dhaka, Bangladesch Stichwort: Bangladesch, Bangladesh, Tanbir, Siddiqui, change, makers, dhaka, comilla,
কুমিল্লায় একটি অনুষ্ঠানে অ্যাডভোকেট তানবীর উল ইসলাম সিদ্দিকী (বাম থেকে দ্বিতীয়)ছবি: Advocate Tanbir ul Islam Siddiqui

এই উদ্যোগের ইতিবাচক দিকগুলো সম্পর্কে অ্যাডভোকেট সিদ্দিকী বলেন, ‘‘আমি আসলে সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই ইতিবাচক বলে মনে করছি, যদি এর ভেতরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা না থাকে৷ বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়া প্রায় ১৫ বছর আগে থেকেই ঢাকার আশেপাশের কয়েকটি জেলায় বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছে৷ সেখানে তারা নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রতিনিধি তৈরি করেছে৷ সেখানেই শিশুদের মাঝে চমৎকার প্রতিভার ছাপ দেখা গেছে এবং এটা ব্যাপকভাবে সাড়া ফেলে৷ সেক্ষেত্রেও বলা হয়েছিল যে, শিশুদের যদি ছোটবেলা থেকেই নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ দেওয়া যায় এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায়, তাহলে পরবর্তীতে এর একটা সুফল পাওয়া যাবে৷ আমি মনে করি, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যদি লেখা-পড়ার পাশাপাশি এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, যেখানে তারা গণতন্ত্র, প্রার্থী, নির্বাচন, স্বচ্ছতা - এসব বিষয়ে ধারণা পায়, তাহলে সেটা বড় হয়েও তাদের কাজে লাগবে৷''

For online MMT Interview_ Advocate Tanbir ul Islam Siddiquee - MP3-Mono

২০০৫ সাল থেকে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে সিভিক এডুকেশন তথা নাগরিক শিক্ষা সম্প্রসারণের কাজ করছেন সিদ্দিকী৷ এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে তাঁরা সংবিধান, সংসদ, মৌলিক অধিকার, মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার, দুর্নীতি এসব বিষয়ে শিক্ষা সম্প্রসারণে সক্ষম হয়েছেন৷ এই কার্যক্রমের ইতিবাচক ফল থেকেও তিনি মনে করেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের কর্মকাণ্ডের মাধ্যমেও পৌরবিষয়ক শিক্ষার বাস্তব প্রতিফলন ছাত্র-ছাত্রীরা পাবে৷

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত করার ফলে তাদের মূলকাজ অর্থাৎ লেখাপড়ার ক্ষতির আশঙ্কা থাকতে পারে - এমন অভিযোগের কথাও উঠেছে কিছু মহল থেকে৷ তবে এমনটি মনে করছেন না অ্যাডভোকট সিদ্দিকী৷ তাঁর ভাষায়, ‘‘ক্ষতির কোনো আশঙ্কাই নেই৷ বরং আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এখনও খুব বেশি পাঠ্যপুস্তক নির্ভর হয়ে রয়েছে৷ ফলে আমাদের শিশুরা এখনও পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা নাগরিক হিসেবে দায়িত্ব ও সচেতনতার বিষয়গুলি নিয়ে খুব বেশি আলাপ-আলোচনার সুযোগ পায় না৷ বিদ্যালয়ে পৌরনীতি কিংবা সমাজবিজ্ঞান নিয়ে কিছু বিষয় থাকলেও সেসবকিছুর বাস্তব চর্চা এবং প্রয়োগের দিকটা নেই বললেই চলে৷ তাই এই উদ্যোগের ফলে শিশুরা এসব বিষয়ে প্রাথমকি বিদ্যালয় থেকেই চর্চার সুযোগ পাবে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য