1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্প এবং গণতন্ত্রে

গ্রেটে হারনিনটৎস/আরবি১৮ অক্টোবর ২০১৩

আফ্রিকার সমাজ ও রাজনীতিতে শিল্পীরা কীভাবে প্রভাব বিস্তার করতে পারে? জার্মানির হিল্ডেসহাইম শহরের ইউনেস্কো ইন্সটিটিউটে রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় শিল্পের ভূমিকা নিয়ে গবেষণা করা হচ্ছে৷

https://p.dw.com/p/1A1dS
Bildunterschrift (im Artikel sichtbar): Mit seiner Kunst will er etwas bewegen - Humphrey Maleka ist Tänzer und Choreograph aus Südafrika Titel: Humphrey Maleka war zu Gast beim Kolloquium des Festivals Theaterformen in Deutschland Schlagworte: Künstler, Afrika Wer hat das Bild gemacht/Fotograf? Isa Lange Wann wurde das Bild gemacht? 22.06.2013 Wo wurde das Bild aufgenommen? Hannover Forschungsatelier vom UNESCO-Lehrstuhl der Uni Hildesheim während des Festivals "Theaterformen" in Hannover. Verwertungsrechte: Zeitlich, räumlich und inhaltlich kann die Deutsche Welle (und der NDR) die Bilder unbeschränkt nutzen, zum Beispel auf der Internet Plattform DW.DE. Ich versichere Ihnen, dass ich die Bilder selbst gemacht habe und die Rechte hieran nicht bereits Dritten zur exklusiven Nutzung eingeräumt habe. Bitte geben Sie bei der Verwendung der Bilder "Foto: Isa Lange/Uni Hildesheim" an.
ছবি: Isa Lange

শিল্পী হামফ্রে মালেকা চান, তাঁর স্বদেশ দক্ষিণ আফ্রিকায় অবশেষে একটা পরিবর্তন হোক৷ ‘আপার্টহাইড' তথা বর্ণবৈষম্য ইতিহাসে পরিণত হলেও মানুষের চিন্তাভাবনায় তা আজও জড়িয়ে আছে৷ মালেকা সমালোচনা করে বলেন, ‘‘আমরা বলি আমাদের দেশ আজ ঐক্যবদ্ধ৷ কিন্তু মনের গভীরে এখনও আমাদের বিভেদটা রয়ে গেছে৷ কালো ও সাদা৷''

শিল্পীরা রাজনৈতিক মানুষও

মালেকা নিজেকে শুধু একজন শিল্পী বলে মনে করেন না৷ মনে করেন একজন রাজনৈতিক মানুষও৷ তাঁর শিল্পকর্মের মাধ্যমে আফ্রিকার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান তিনি৷ চান আরো গণতন্ত্র, সমানাধিকার ও কম দুর্নীতি৷ ২৮ বয়স্ক হামফ্রে মালেকা নৃত্য নিয়ে পড়াশোনা করেছেন৷ কন্টেম্পোরারি ডান্স থিয়েটার অ্যান্ড কোরিয়োগ্রাফ-এর সদস্য তিনি

মালেকার মতো শিল্পীরা আফ্রিকায় রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতে কিংবা প্রভাব বিস্তার করতে পারবেন কিনা, সে সম্পর্কে প্রফেসর ভল্ফগাং শ্নাইডার গবেষণা করছেন৷ এই বছরের শুরুর দিক থেকে তিনি হিল্ডেসহাইম ইউনিভার্সিটিতে অবস্থিত ইউনেস্কো ইন্সটিটিউটের ‘সামাজিক উন্নয়নে শিল্প ও সংস্কৃতি' বিষয়ক বিভাগে দায়িত্ব পালন করছেন৷ শ্নাইডার মনে করেন, শিল্প শুধু সুন্দরই নয় সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷

Bildunterschrift: Prof.Dr. Wolfgang Schneider ist auch Gründungsdirektor des Instituts für Kulturpolitik der Universität Hildesheim - jetzt forscht er zur Rolle der Kunst in gesellschaftlichen Umbrüchen. Seit Anfang des Jahres ist er offiziell mit dem UNESCO Chair "Cultural Policy for the Arts in Development" ausgezeichnet. Titel: Inhaber des UNESCO-Lehrstuhls an der Universität Hildesheim - Prof.Dr. Wolfgang Schneider Schlagworte: UNESCO Chair, Universität Hildesheim Wer hat das Bild gemacht/Fotograf? Isa Lange Wann wurde das Bild gemacht? 22.06.2013 Wo wurde das Bild aufgenommen? Hannover Bildbeschreibung: Bei welcher Gelegenheit / in welcher Situation wurde das Bild aufgenommen? Wer oder was ist auf dem Bild zu sehen? Portrait Prof. Dr. Wolfgang Schneider Forschungsatelier vom UNESCO-Lehrstuhl der Uni Hildesheim während des Festivals "Theaterformen" in Hannover. Verwertungsrechte: Zeitlich, räumlich und inhaltlich kann die Deutsche Welle (und der NDR) die Bilder unbeschränkt nutzen, zum Beispel auf der Internet Plattform DW.DE. Ich versichere Ihnen, dass ich die Bilder selbst gemacht habe und die Rechte hieran nicht bereits Dritten zur exklusiven Nutzung eingeräumt habe. Bitte geben Sie bei der Verwendung der Bilder "Foto: Isa Lange/Uni Hildesheim" an.
প্রফেসর ভল্ফগাং শ্নাইডারছবি: Isa Lange

এটা লক্ষ্য করা যায় আরব বসন্তেও

এই বিষয়টি লক্ষ্য করা যায় আরব বসন্ত বলে খ্যাত আরব বিশ্বের গণ বিপ্লবেও৷ ‘‘টিউনিশিয়া ও মিশরে জনগণ শিল্প ও সংস্কৃতির মাধ্যমেও তাদের প্রতিবাদ প্রকাশ করেছে৷ যেমন প্ল্যাকার্ড, গ্রাফিটি, সংগীত ও থিয়েটারের মাধ্যমে৷'' বলেন প্রফেসর শ্নাইডার৷ আফ্রিকার শিল্পীদের কথা যাতে শোনা হয় সেজন্য রাজনৈতিক পরিকাঠামো প্রয়োজন৷ গবেষণার ফলাফল থেকে এক্ষেত্রে কিছু পরামর্শ রাখতে চান তিনি

প্রফেসর শ্নাইডার মনে করেন, এজন্য জার্মান সংস্কৃতি মন্ত্রণালয়ে কিছুটা রদবদল করা প্রয়োজন৷ সেখানে বিদেশি সংস্কৃতিনীতি সম্পৃক্ত করা যেতে পারে৷ এতে জার্মান ও বিদেশি সংস্কৃতি প্রকল্পের মধ্যে সমন্বয় করা যেতে পারে৷

হিল্ডেসহাইম ইউনিভার্সিটির উদ্যোগ

আফ্রিকার সংস্কৃতি ও শিল্পের প্রভাব ভালভাবে জানার জন্য হিল্ডেসহাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে আফ্রিকায় যোগাযোগ করা হচ্ছে৷ অন্যদিকে জার্মানিতে কালচারাল পলিসি ইন্সটিটিউট নানা ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে ৷ যেমন অংশ নিয়েছে হানোফারের এক থিয়েটার উত্সবে৷ ভল্ফগাং শ্নাইডার ও অন্যান্য সাংস্কৃতিক সংস্থার সাথে হামফ্রে মালেকাও সমাজে থিয়েটারের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন সেখানে৷

আফ্রিকান কোরিয়োগ্রাফার মালেকা দক্ষিণ আফ্রিকায় তাঁর একটি অনুষ্ঠান, ‘হাউস প্রজেক্ট' সম্পর্কে বর্ণনা করেন৷ এই প্রকল্পে মালেকা ও তাঁর সহশিল্পীরা একদিকে জোহানেসবুর্গের কৃষ্ণাঙ্গদের বসতি টাউনশিপে অন্যদিকে শেতাঙ্গদের বসতিতেও অনুষ্ঠান করেছেন৷ দর্শকরা অনুষ্ঠানের দুই জায়াগাতে গিয়েই অনুষ্ঠান উপভোগ করেছেন৷ ভাবের আদান প্রদান করেছেন৷৷

Bildunterschrift (im Artikel sichtbar): Forscher und internationale Kulturschaffende diskutieren beim Kolloquium des Festivals Theaterformen über Sinn und Unsinn internationaler Kulturkooperationen. Mit dabei: Prof. Schneider und Humphrey Maleka aus Südafrika Titel: Wissenschaft und Kunst im Austausch Schlagworte: Diskussion, Austausch Wer hat das Bild gemacht/Fotograf? Isa Lange Wann wurde das Bild gemacht? 22.06.2013 Wo wurde das Bild aufgenommen? Cumberlandsche Galerie, Hannover Bildbeschreibung: Bei welcher Gelegenheit / in welcher Situation wurde das Bild aufgenommen? Wer oder was ist auf dem Bild zu sehen? Totale Diskussionsrunde am Tisch, Kolloquium des Festival Theaterformen in Zusammenarbeit mit dem Institut für Kulturpolitik der Uni Hildesheim Forschungsatelier vom UNESCO-Lehrstuhl der Uni Hildesheim während des Festivals "Theaterformen" in Hannover. Verwertungsrechte: Zeitlich, räumlich und inhaltlich kann die Deutsche Welle (und der NDR) die Bilder unbeschränkt nutzen, zum Beispel auf der Internet Plattform DW.DE. Ich versichere Ihnen, dass ich die Bilder selbst gemacht habe und die Rechte hieran nicht bereits Dritten zur exklusiven Nutzung eingeräumt habe. Bitte geben Sie bei der Verwendung der Bilder "Foto: Isa Lange/Uni Hildesheim" an.
ভল্ফগাং শ্নাইডার ও অন্যান্য সাংস্কৃতিক সংস্থার সাথে হামফ্রে মালেকাও সমাজে থিয়েটারের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন হানোফারেছবি: Isa Lange

‘‘আমরা শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের একই ট্যাক্সিতে করে আনা নেওয়া করেছিলাম বলে নিশ্চিত হয়েছিলাম যে, তারা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছেন একবারে সাধারণ বিষয় নিয়ে৷ কে বস, কে কর্মচারি এসব নিয়ে নয়৷'' বলেন হামফ্রে মালেকা৷

২৮ বছর বয়সি এই শিল্পীর কাছে শিল্প অবশ্যই রাজনীতি৷ আর শিল্পের কাজ হলো রাজনীতিকে চ্যালেঞ্জ করা, প্রশ্ন করা৷ ‘‘শিল্প একা সবকিছু বদলাতে পারে না৷ কিন্তু আমরা যা কিছু করছি, তা তো গণ্য হচ্ছে৷'' দৃঢ়তার সাথে জানান হামফ্রে মালেকা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য