শিক্ষাঙ্গনেও যৌনাচার, কি ভয়ঙ্কর! | পাঠক ভাবনা | DW | 04.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শিক্ষাঙ্গনেও যৌনাচার, কি ভয়ঙ্কর!

‘শিক্ষকের কুকীর্তি’-এই প্রতিবেদনটির উপর আমি আরেকটু আলোকেপাত করতে চাই৷ শুধু চীনে নয়, সারা বিশ্বে অল্প বয়সিদের প্রতি যৌন নিগ্রহ হামেশাই ঘটে চলেছে৷

মিডিয়া এখন প্রভাবিত হওয়ায় এই সব ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে৷‘শিক্ষকের কুকীর্তি'-এই প্রতিবেদনটির উপর আমি আরেকটু আলোকেপাত করতে চাই৷ শুধু চীনে নয়, সারা বিশ্বে অল্প বয়সিদের প্রতি যৌন নিগ্রহ হামেশাই ঘটে চলেছে৷ মিডিয়া এখন প্রভাবিত হওয়ায় এই সব ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে৷

আমার বলার উদ্দেশ্য হলো, ভারত তথা প্রতিবেশী রাজ্যে এই অত্যাচার কিছু কম নয়৷ যান্ত্রিক যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে এরকম যৌন নিগ্রহ অনেকাংশে বেড়ে চলেছে৷ এর প্রতিবিধান আপনাদের মতো শক্তিশালী মিডিয়া জনসাধারণকে সজাগ করতে পারবে৷ তা ছাড়া প্রতিকারের কোনো রাস্তা দেখা যাচ্ছে না৷ আইনে কোনো কিছুই সমাধান হচ্ছে না৷ সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান থেকে লিখেছেন এই ই-মেলটি৷

জার্মানি ইউরোপ পরিবেশনে মার্কিন ড্রোন যুদ্ধে জার্মানির সম্ভাব্য ভূমিকা নিয়ে বিতর্ক এবং বার্লিনে ষষ্ঠ সম্পৃক্ততা সম্মেলনে জার্মানিতে বসবাসকারী বহিরাগত, বিদেশি বংশোদ্ভূতদের জার্মান সমাজে একাত্মকরণ করার পন্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের বক্তব্য থেকে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত অবগত হলাম৷ ড্রোন দিয়ে ট্রেনের কামরার গায়ে, রেলওয়ে স্টেশনে, ওভারব্রিজে দেওয়ালচিত্র আটকানোর পরিকল্পনা বেশ মজার৷ ‘ড্রোন' প্রযুক্তির বিভিন্ন দিক এবং এই প্রযুক্তির আগামী দিনের ব্যবহারিক প্রয়োগ নিয়ে কোনও এক সময় বিস্তারিত আলোকপাত করার অনুরোধ রইলো৷

ইউরোপে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ার প্রবণতা এবং প্রবণতা রোধে খাদ্যাভ্যাসের ও জীবন শৈলীর পরিবর্তন নিয়ে ছবিঘর ভালো লাগলো৷ খুবই ভালো লাগলো শেষ ছবিতে দেওয়া সুন্দর জীবন ও স্বপ্নের পৃথিবী গড়ার চাবিকাঠি৷

২০১৩ সালের বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ জয় করে ইউরোপীয় ক্লাব ফুটবলে ত্রিমুকুট ক্লাবের সপ্তম সদস্য জুপ হেইনকেসের বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়লো৷ বিদায়ী কোচের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে? বায়ার্ন মিউনিখ

ক্লাবের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে বেশ কয়েকটি ই-মেল পাঠিয়েছেন৷

ছবি খুঁজুন, পুরস্কার জিতুন প্রতিযোগিতাটি কি এখনও চালু আছে? জানতে চেয়েছেন মাহফুজুর রহমান৷

- ধন্যবাদ আপনার আগ্রহের জন্য৷ প্রতিযোগিতাটি চালু আছে , তবে আগের মতো প্রতিদিন নয়, সপ্তাহে তিনদিন অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত৷ আশাকরি এখন থেকে আপনি আবার এই প্রতিযোগিতায় অংশ নেবেন৷

- সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের কাছে লেখার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন