1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিকাগোয় অলিম্পিক আনতে আসরে নামছেন ওবামা

২৯ সেপ্টেম্বর ২০০৯

২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার আয়োজক শহর সম্পর্কে সিদ্ধান্ত নিতে শুক্রবার কোপেনহেগেনে যে বৈঠক বসছে, তাতে উপস্থিত থাকবেন স্বয়ং বারাক ওবামা৷

https://p.dw.com/p/Jsl2
শিকাগো শহরের সঙ্গে ওবামার নিবিড় সম্পর্কছবি: AP

অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য প্রতিবারই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যায়৷ এর সঙ্গে শুধু মর্যাদা বা আত্মসম্মানের বিষয়টিই জড়িত নয় – যে শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয়, বহুদিন আগে থেকেই তার গোটা পরিকাঠামোর সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে যায়৷ গড়ে ওঠে নতুন স্টেডিয়াম, ফ্লাইওভার, আবাসন, পরিবহন ব্যবস্থা৷ এক মাসের অলিম্পিকের আসর শেষ হওয়ার অনেক বছর পরেও শহরবাসী সেই সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে৷ নগর উন্নয়নের জন্য এমন বিপুল অঙ্কের অর্থ অন্য কোন অবস্থায় সহজে পাওয়া যায় না৷

২০১৬ সালে কোথায় অলিম্পিক?

২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে শিকাগো, মাদ্রিদ, টোকিও ও রিও দি জানেইরো৷ প্রত্যেকটি শহরেরই নিজস্ব আকর্ষণ রয়েছে৷ ফলে প্রতিযোগিতাও যে বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য৷ যেমন এখনো পর্যন্ত দক্ষিণ আমেরিকার মাটিতে অলিম্পিকের আসর না বসায় রিও দি জানেইরো’র নৈতিক দাবি সবচেয়ে বেশী৷ শুক্রবার ২রা অক্টোবর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রিয় শিকাগো শহরের পক্ষে সমর্থন জানাতে স্বয়ং উপস্থিত থাকবেন সেই বৈঠকে৷ প্রথমে স্থির হয়েছিল, যে তাঁর স্ত্রী মিশেল ডেনমার্ক যাবেন৷ তারপর যখন স্পেনের রাজা খুয়ান কার্লস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা স্বয়ং কোপেনহেগেন’এ উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন, তখন ওবামাও নড়েচড়ে বসলেন৷ মিশেল বুধবার আলাদা করে কোপেনহেগেন যাবেন বটে, কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন বারাক ওবামার সফরের দিকে৷ শুক্রবার স্বামী-স্ত্রী দুজনে কমিটির সামনে শিকাগো শহরের বিভিন্ন দিক তুলে ধরবেন৷ শিকাগোর মেয়র রিচার্ড ড্যালে বলেন, ‘‘শহরের দুই সেরা কৃতি সন্তান যেভাবে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, তা আমাদের কাছে বিশাল সম্মানের বিষয়৷’’

শিকাগোর প্রতি পক্ষপাতিত্ব নয়

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে ওবামা শিকাগোতে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছেন বটে, কিন্তু তিনি আসলে আমেরিকার মাটিতে অলিম্পিক প্রতিযোগিতার আসর ফিরিয়ে আনতেই সচেষ্ট হচ্ছেন৷ শিকাগোর বদলে আমেরিকার অন্য কোনো শহরও যদি এই প্রচেষ্টা চালাত, সেক্ষেত্রেও ওবামা এমন তৎপরতা দেখাতেন৷ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা যদি আবার ক্ষমতায় ফিরতে পারেন, সেক্ষেত্রে তিনি তাঁর দ্বিতীয় কার্যকালের শেষে প্রেসিডেন্ট হিসেবেই শিকাগোয় অলিম্পিকের অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী