1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

মার্ক হালাম/এসিবি২৭ ফেব্রুয়ারি ২০১৪

জার্মানিতে এলেই রেয়ালকে ফিরতে হয় হেরে – এই অতীত নিয়ে অনেক কথা শুনেছিলেন রোনাল্ডো, বেনজেমা, গ্যারেথ বেলরা৷ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকেকে ৬-১ গোলের লজ্জায় ডুবিয়ে সে ইতিহাস অনেকটাই ভুলিয়ে দিয়েছে তারা৷

https://p.dw.com/p/1BGO1
ছবি: Reuters

বুধবারের আগ পর্যন্ত জার্মানিতে খেলা ২৫টি ম্যাচের ১৮টিতেই হেরেছিল রেয়াল মাদ্রিদ, জিতেছিল মাত্র একটি, বাকি পাঁচটি ম্যাচ হয়েছিল ড্র৷ তাই চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম দলটি এবারও জার্মানিতে এসেছিল সমর্থকদের শঙ্কায় রেখে৷ তবে এবার শঙ্কাকে তাঁরা পরিণত করেছে বিজয়োল্লাসে৷ ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল এবং করিম বেনজেমা দুটি করে গোল করায় বড় জয়ের স্বস্তি নিয়েই জার্মানি থেকে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদ৷ ম্যাচে প্রথম গোলের সুযোগ পেলেও তারপর আর রেয়ালের আক্রমণের ঝড়ের মুখে দাঁড়াতে পারেনি শালকে৷ ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা৷ দ্বিতীয়ার্ধে যেন বইতে থাকে গোলের বন্যা৷ শালকের জালে গুনে গুনে আরো চার গোল! শেষ মুহূর্তে ক্লাস ইয়ান হুন্টেলারের দর্শনীয় গোল তাই রেয়াল সমর্থকদের উল্লাসে কোনো প্রভাব ফেলতে পারেনি৷

Schalke vs. Madrid
এ ম্যাচেও দুটি গোল করেছেন রোনালডোছবি: Getty Images

নিজের মাঠে ৬-১ গোলে হারায় শেষ ষোলো পেরোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো শালকের জন্য৷ রেয়ালের মাঠে গিয়ে অন্তত ৫-০ ব্যবধানে জিতলেই কেবল নকআউট পর্বের পরবর্তী ধাপে যেতে পারবে তারা৷

বুধবার অন্য ম্যাচটি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে এ মুহূর্তের শীর্ষ দল চেলসি আর তুরস্কের গালাতাসারাইয়ের মধ্যে৷ তুরস্কেই হয়েছে ম্যাচটি৷ নিজের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে অবশ্য জিততে পারেনি তারা৷ প্রথমে ফের্নান্দো টরেসের গোলে পিছিয়ে পড়েছিল গালাতাসারাই৷ পরে ওরেলিয়ঁ শেডজুর গোলে শুধু হার এড়ানোর সান্ত্বনাই পেয়েছে তুরস্কের চ্যাম্পিয়নরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য