1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি প্রতিষ্ঠায় কেরি মধ্যপ্রাচ্যে

৩ জানুয়ারি ২০১৪

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের উদ্যোগ হিসেবে আবারো ইসরায়েল এবং ফিলিস্তিন সফর করছেন জন কেরি৷ জেরুজালেমে যাওয়ার উদ্দেশ্য সফল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ তবে বিবদমান দেশ দুটোর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ এখনো চলছে৷

https://p.dw.com/p/1AkiD
US-Außenminister Kerry in Israel mit Premierminister Netanjahu 02.01.2014
ছবি: Brendan Smialowski/AFP/Getty Images

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হবার পর থেকে জন কেরির এটা দশম মধ্যপ্রাচ্য সফর৷ এক বছরেরও কম সময়ে তিনি এতগুলি সফর করলেও, মধ্যপ্রাচ্যে এখনো শান্তি আসেনি৷ ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে দূরত্ব, পারস্পরিক আস্থাহীনতাও খুব একটা কমেছে – সে কথাও বলা যাবে না৷ বৃহস্পতিবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানহুর সঙ্গে তাঁর যৌথ সংবাদ সম্মেলন থেকেও পাওয়া গেল সেরকমই একটা আভাস৷

সংবাদ সম্মেলনে নেতানিয়ানহু শান্তি উদ্যোগে ফিলিস্তিনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘ইসরায়েলিদের মধ্যে শান্তি উদ্যোগে ফিলিস্তিনের আন্তরিকতা নিয়ে সন্দেহ বেড়েই চলেছে৷'' সম্প্রতি ইসরায়েল যে ২৬ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, তাঁদের বীরোচিত সংবর্ধনা দেয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করে নেতানিয়ানহু বলেন, ‘‘নিরীহ নারী-পুরুষদের যারা হত্যা করেছে তাদের কর্মকাণ্ডকে মহিমান্বিত করা ভয়ংকর নিষ্ঠুরতা৷ সন্ত্রাসের হোতাদের সঙ্গে আলিঙ্গন করে, তাদের বীরের মর্যাদা দিয়েও কিভাবে একজন বলতে পারেন যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে?''

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ মন্তব্য সম্পর্কে মাহমুদ আব্বাসের প্রতিক্রিয়া জানা যায়নি৷ তবে বার্তা সংস্থা এপি-কে ফিলিস্তিনের কর্মকর্তা ওয়াসিল আবু ইউসিফ বলেছেন, ‘‘ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্বের শিকার৷ ইসরায়েল আমাদের জমি নিয়ে ইহুদিদের জন্য বসতি গড়ে দিচ্ছে৷ এটাই এ অঞ্চলে শান্তি না আসার একমাত্র কারণ৷ নেতানিয়ানহু আসল কথা রেখে বাজে বকছেন আর এভাবে সবার দৃষ্টি মূল সমস্যা থেকে অন্যদিকে সরিয়ে নিতে চাচ্ছেন৷''

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায়, আরো ১৪শ ইহুদির জন্য বসতি স্থাপনের যে ঘোষণা দেয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী নেতানিয়ানহু সেই ঘোষণা রোববার পর্যন্ত স্থগিত রেখেছেন৷ গত জুলাইয়ে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা নতুন করে শুরু হবার পর থেকে দু'দফা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে ইসরায়েল৷ তবে বন্দি মুক্তির পরপরই ইহুদিদের জন্য বসতি নির্মাণের ঘোষণাও এসেছে৷

এমন পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের উদ্যোগ হিসেবে প্রথমে জেরুজালেম সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারমানের সঙ্গে বৈঠক সেরে রামাল্লার পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করার কথা আছে তাঁর৷

এসিবি/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য