1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চায় বিএনপি

১৮ মে ২০১২

হরতালের মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতারা কারগারে থাকলেও আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি৷ তবে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে, জনগণের কাছে নানা কর্মসূচির মাধ্যমে বার্তা পৌঁছে দেয়ার কৌশল নিয়েছে দলটি৷

https://p.dw.com/p/14xTU
ছবি: DW/S.K.Dey

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলের ৪৩ জন নেতা এখন কারাগারে৷ তাদের মধ্য বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ছয় জন৷ আর শরিক ৪টি দলের প্রধানও রয়েছেন৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান বলেছেন, এই ঘটনা নজিরবিহীন৷ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটি কিভাবে সম্ভব?

তিনি জানান, তারা সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন৷ দেশের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন৷ এজন্যই পূর্ব ঘোষিত প্রতিবাদ ও অনশন কর্মসূচি চলবে৷ আর রবিবার ঢাকায় গণ অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷

Bangladesch Opposition Demonstration Begum Khaleda Zia
বিএনপি নেত্রী খালেদা জিয়া...ছবি: Reuters

এদিকে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করতে সফল হবেন৷

জানা গেছে, শীর্ষ নেতারা কারাগারে থাকায় বিএনপি'র রাজপথের আন্দোলন পরিচালনার জন্য নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহানসহ কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়েছে৷ আর আইনী লড়াই চালানোর জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অ্যাডভোকেট খন্দকার মহাবুব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে৷ তারা শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শক্রমে কাজ করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য