1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার মেলবোর্নে ট্যাক্সি পেতে গলদঘর্ম হতে হবে!

১ এপ্রিল ২০১১

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শনিবার ট্যাক্সি চলা বন্ধ হয়ে যাবে অস্ট্রেলিয়ার রাস্তায়৷ খেলা হবে ভারতের মুম্বই-এ৷ আর অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তা হয়ে যাবে যানবাহন শূন্য৷ বিষয়টি ঠিক যেন মিলছেনা! কিন্তু তেমনটাই ঘটতে যাচ্ছে৷

https://p.dw.com/p/10lsA
ছবি: BilderBox

‘‘খেলা দেখার একটি টিকেটের বিনিময়ে একটি কিডনি''-প্রতীকী হলেও ক্রিকেটপ্রেমী উপমহাদেশের মানুষদের পক্ষেই এই ধরণের প্রস্তাব রাখা সম্ভব! সম্প্রতি ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল খেলা দেখার একটি টিকেটের জন্য প্রতীকী এই প্রস্তাব করেছিলেন ভারতের ক্রিকেটভক্তরা৷ আর এই ক্রিকেট ভক্তদের একটা অংশ রয়েছেন অস্ট্রেলিয়ায়৷

অস্ট্রেলিয়াবাসী আশঙ্কা প্রকাশ করেছেন, শনিবার ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ফাইনাল খেলার সময় ট্যাক্সি পাওয়ার ক্ষেত্রে তাঁদের দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হতে পারে৷

মেলবোর্ন-এর ট্যাক্সি চালক বিনয় সিং বলেছেন, তিনি জানেন অন্তত ১০০ জন চালক পরিকল্পনা নিয়েছেন তাঁরা শনিবার গাড়ি চালানো বন্ধ রাখবেন এবং রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখবেন৷ অস্ট্রেলিয়ার জাতীয় টেলিভিশনকে তিনি জানান, ‘‘সেসময় ক্যাব পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে৷ কেননা, ভারতীয় ছাত্রদের মধ্যে অনেকেই পার্ট টাইম কাজ হিসেবে ট্যাক্সি চালান৷ আর সেদিন তাঁরা ট্যাক্সি চালানো থেকে বিরত থাকবেন৷''

উল্লেখ্য, মেলবোর্নের ট্যাক্সি চালকদের প্রায় অর্ধেকই ভারতের নাগরিক৷ এবং যাদের অধিকাংশই ছাত্র৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য