1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইভ কনসার্টের জন্য অ্যাপ

জেনি হফ/এপিবি৯ অক্টোবর ২০১৩

নাচতে যেতে ইচ্ছে করছে, জামা-কাপড় পরে তৈরি, কিন্তু কোথায় যাওয়া যায়? এই সমস্যাটা কিন্তু নতুন নয়৷ প্রযুক্তির উন্নতির কারণে এমন কিছু ‘অ্যাপ’ বেরিয়েছে যেগুলো এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷

https://p.dw.com/p/19wIC
Bildnummer: 59714049 Datum: 01.07.2012 Copyright: imago/epd Bundespräsident Joachim Gauck hat am Sonntag (01.07.2012) im Berliner Dom ein jüdisch-christliches Festkonzert mit jüdischen Kantoren aus den USA, Kanada, Europa und Israel besucht. Gemeinsam mit 20 Sängerinnen und Sängern aus Berlin brachten sie Solo- und Chorstücke zur Aufführung, die beide Religionen verbinden. Die etwa 70 jüdischen Kantoren gehören zur Cantors Assembly , der weltweit größten Organisation für jüdische Kantoren. Sie sind derzeit mit einer 300-köpfigen Gruppe für mehrere Tage in Deutschland unterwegs und besuchen unter anderem auch Hannover und München. (Siehe epd-Meldung vom 01.07.2012) DER ABDRUCK DES EPD-FOTOS IST HONORARPFLICHTIG! Bundespräsident bei Konzert jüdischer Kantoren im Berliner Dom xsp x0x 2012 quer Chor Chöre Christentum Juden Judentum Kantor Kultur Musik Religionen singen 59714049 Date 01 07 2012 Copyright Imago epd Federal President Joachim Gauck has at Sunday 01 07 2012 in Berlin Dom a Jewish Christian Festival concert with Jewish Cantors out the USA Canada Europe and Israel attended together with 20 Singers and Singers out Berlin brought Them Solo and to Performance the both Religions connect the about 70 Jewish Cantors belong to Cantors Assembly the worldwide largest Organization for Jewish Cantors Them are currently with a 300 strong Group for several Days in Germany on the road and visit under others too Hanover and Munich See epd Message of 01 07 2012 the Imprint the epd Photos is Federal President at Concert Jewish Cantors in Berlin Dom xsp x0x 2012 horizontal Choir Choirs Christianity Jews Judaism Kantor Culture Music Religions Singing
ছবি: imago stock&people

আপনার প্রিয় শিল্পী এবং ডিস্কো জকি বা ডিজে-র অনুষ্ঠানসূচি জানতে চান, কোনো সমস্যা নেই৷ কেননা এখন আপনার এ ধরনের সব চাহিদা মেটাতে প্রস্তুত এ সংক্রান্ত অ্যাপস৷ বিটগাইড নামক একটি অ্যাপ যাত্রা শুরু করেছে এ বছরের মে মাসে৷ এই অ্যাপে বিশ্বের ৩০ হাজার সংগীত শিল্পী এবং তাঁরা কোন কোন শহরে অনুষ্ঠান করবেন, তার সব তথ্য রয়েছে৷ বার্লিন, প্যারিস, অ্যামস্টারডাম, কেপটাউনসহ বিশ্বের বিভিন্ন দেশের কনসার্ট আয়োজনের খবর আছে এখানে৷

বার্সেলোনা থেকে বার্লিন – আপনি যে শহরেই বাস করেন না কেন, যদি ইলেকট্রনিক সংগীতের ভক্ত হন, তবে এই অ্যাপের মাধ্যমে চাইলেই আপনার প্রিয় শিল্পীর কনসার্টের ভেন্যু, তারিখ এবং স্থান সম্পর্কে জানতে পারবেন৷ এমনকি কবে কোন শহরে কোন শিল্পী কনসার্ট করতে আসবেন – সেসব তথ্যও থাকবে আপনার হাতের মুঠোয়৷ সাউন্ডক্লাউড-এর মাধ্যমে সেসব খুব সহজেই লিংক পৌঁছে যাবে আপনার মুঠোফোনে৷

Beschreibung: Die Günder vom Berliner Startup Beatguide: links nach rechts - Stefan Baumschläger, Tino Ehrich, Brendon Blackwell (beatguide.me) Copyright: Beatguide via:DW/ Kate Müser
বিটগাইড অ্যাপটির পিছনে রয়েছেন যাঁরা....ছবি: Beatguide

তবে বার্লিনে তৈরি বিটগাইড-এর মাধ্যমে আপনি নিজের পছন্দের গান বা মিউজিক ভিডিও আপলোড করে পৌঁছে যেতে পারেন সারা বিশ্বের মানুষের কাছে৷ হয়ে যেতে পারেন জনপ্রিয় তারকা৷ এই মুহূর্তে অবশ্য বার্লিনে বিটগাইড-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘রেসিডেন্ট এডভাইসর' নামের একটি ওয়েবসাইট, যা শহরের সব ধরনের পার্টি বা অনুষ্ঠানের খবরাখবর রাখে৷

ব্যান্ডসিনটাউন এমন একটি অ্যাপ যেটা আপনাকে আপনার এলাকায় ‘লাইভ মিউজিক' শোনার সুযোগ করে দিতে পারে৷ এছাড়া, সংকিক নামের একটি অ্যাপ আপনার পছন্দের ব্যান্ড কখন কোথায় কনসার্ট করবে, তার সব খবর দ্রুত পৌঁছে দিতে সক্ষম আপনার কাছে৷

এখানেই শেষ নয়, ডিজেলিস্ট এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনার পছন্দের ডিজের নতুন নতুন ট্র্যাক শোনার সুযোগ হবে আপনার৷ এমনকি নতুন নতুন ডিজের ট্র্যাক শোনারও ব্যবস্থা থাকছে এখানে৷

রয়েছে স্থানভিত্তিক অ্যাপ্লিকেশন গিডড্রপার, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে বিশ্বের যে জায়গায় লাইভ মিউজিক হচ্ছে, সেখান থেকে সরাসরি আপনাকে মিউজিক শোনার সুযোগ করে দেবে৷

মেকলাইট হচ্ছে আরো একটি অ্যাপ যার মাধ্যমে এর ব্যবহারকারীরা বিভিন্ন ব্যান্ডের সাথে যোগ দিতে পারবে, তাদের সমর্থন করতে পারবে৷ এমনকি ফোনের মাধ্যমে চাইলে আপনি নিজের ছবিও দেখতে পারবেন, সেই ‘ইভেন্ট'-এ সত্যিকার অর্থে উপস্থিত না থেকেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য