1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে দাঙ্গা থামতে উদ্যোগী প্রধানমন্ত্রী

৯ আগস্ট ২০১১

ব্রিটেনে দাঙ্গার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর ছুটি থেকে আগেই ফিরে এসেছেন৷ মঙ্গলবার ব্রিটিশ সংসদে জরুরি বৈঠক আহ্বান করেন ক্যামেরন৷ এদিকে, দাঙ্গায় প্রাণ হারিয়েছে এক ব্যক্তি৷

https://p.dw.com/p/12DYu
A worker walks past burned cars in Ealing, west London, after a night of rioting, Tuesday, Aug. 9, 2011. In London, groups of young people rampaged for a third straight night, setting buildings, vehicles and garbage dumps alight, looting stores and pelting police officers with bottles and fireworks into early Tuesday. The spreading disorder was an unwelcome warning of the possibility of violence during London's 2012 Summer Olympics, less than a year away. (Foto:Lefteris Pitarakis/AP/dapd)
লন্ডনে দাঙ্গাছবি: dapd

সর্বশেষ পরিস্থিতি

শনিবার থেকে শুরু হওয়া দাঙ্গা এখনো জ্বলছে ব্রিটেন৷ লন্ডনবাসী'র কাছে যেন প্রতিটি রাত এক একটি বিভীষিকায় রূপ নিচ্ছে৷ দাঙ্গাবাজরা বিভিন্ন শহরে নির্বিচারে ভাংচুর চালাচ্ছে, লুট করছে, অগ্নিসংযোগ করছে৷ সোমবার সহিংসতায় গুলিবিদ্ধ এক ব্যক্তি প্রাণ হারিয়েছে মঙ্গলবার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার লন্ডনের রাস্তায় থাকবে ১৬ হাজার পুলিশ সদস্য৷

ফিরেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার কোবরা নামক সরকারি আপদকালীন কমিটির বৈঠকে অংশ নেন৷ তিনি বলেছেন, ‘‘যুক্তরাজ্যের রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে এনে সেগুলো সাধারণ মানুষের জন্য নিরাপদ করতে প্রয়োজনীয় সবকিছুই আমরা করবো''৷ লন্ডনে এই দাঙ্গার প্রেক্ষিতে সংসদে জরুরি অধিবেশনও ডেকেছেন প্রধানমন্ত্রী৷ বার্মিংহাম, লিভারপুল, নোটিংহাম এবং ব্রিস্টলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে দাঙ্গা৷ ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে এই সহিংসতার নিন্দা জানিয়েছেন৷ তিনি জানান, ব্রিটেনের রাস্তায় বহু বছর এমন সহিংসতা এবং বিশৃঙ্খলা দেখা যায়নি৷ এই ধরনের সহিংসতা, অপরাধবৃত্তি, সহিংসা, লুটপাট, চুরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য৷

Disturbances across the UK. Bristol Evening Post handout photo of flames engulfing cars during disturbances in the St Pauls area of Bristol. Picture date: Tuesday August 9, 2011. Scenes of widespread looting, violence and arson were seen not only in London, where riots began on Saturday night, but in other major cities including Liverpool and Birmingham. See PA story POLICE Shooting. Photo credit should read: Artur Lesniak/Bristol Evening Post/PA Wire URN:11362700
পুড়ছে গাড়িছবি: picture alliance/empics

নিহতের পরিচয়

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ২৬ বছর বয়সি এক যুবককে ক্রয়ডনের একটি গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল৷ সে হাসপাতালে মারা গেছে৷ নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি৷ বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় দাঙ্গায় গুলিবিদ্ধ হয় এই তরুণ৷ সেসময় ক্রয়ডনের কয়েকটি ভবনে আগুন জ্বলছিল৷ কারা তাকে গুলি করেছে তাও এখনো জানা যায়নি৷ পুলিশ এই হত্যার তদন্ত শুরু করেছে৷

Disturbances across the UK. Burnt out cars in Grove Street in the Toxteth area of Liverpool, after youths rioted last night in the early hours. Picture date: Tuesday August 9, 2011. Scenes of widespread looting, violence and arson were seen not only in London, where riots began on Saturday night, but in other major cities including Liverpool and Birmingham. See PA story POLICE Shooting. Photo credit should read: Peter Byrne/PA Wire URN:11362635
ছবি: picture alliance/empics

দাঙ্গার প্রত্যক্ষদর্শী ব্রিটেনের ইলিং শহরের বাসিন্দা ক্রিস্টিনা পটস বিবিসিকে জানিয়েছেন, মনে হচ্ছিল যেন এক যুদ্ধক্ষেত্র৷ হাভান গ্রিন পার্কে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী যুবক একটি ফুলের দোকান ভাংচুর শুরু করে৷ স্থানীয় একটি পরিবারের দোকান ছিল সেটি, আমি জানিনা তারা কেন এগুলো করছে৷

দাঙ্গার শুরু

ব্রিটেনের টটেনহাইমে গত সপ্তাহে পুলিশের হাতে মারা যায় ২৯ বছর বয়স্ক মার্ক ডাগান৷ এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ চলাকালে সহিংসতার শুরু হয়৷ রাতের আধারে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দাঙ্গা৷ গত তিনদিন ধরে চলছে এই সহিংস পরিস্থিতি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য