1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিচ্ছিন্ন

সমীর কুমার দে, ঢাকা ৫ এপ্রিল ২০১৩

হেফাজতে ইসলামী বাংলাদেশ নামে একটি ইসলামি সংগঠনের ঢাকামুখী লং মার্চ, তা প্রতিরোধ করতে ২৭টি সংগঠনের হরতাল ঘোষণা এবং শাহবাগের গণজাগরণ মঞ্চের রাজপথ-রেলপথ অবরোধ আহ্বানের পর ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে৷

https://p.dw.com/p/18ANj
ছবি: AFP/Getty Images

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল আর ২২ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার কথা৷ পরিবহন মালিকরা বলছেন, সরকারের কোন নির্দেশে নয়, নিরাপত্তার কারণে সব রুটে মালিকদের সিদ্ধান্তেই যানবাহন চলানো বন্ধ করে দেয়া হয়েছে৷ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ ১০টি বাম সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে৷ 

শনিবার সকাল ১০টায় মতিঝিলে লং মার্চ পরবর্তী সমাবেশ করার কথা রয়েছে হেফাজতে ইসলামীর৷ ‘নাস্তিক' ব্লগারদের ফাঁসি, ইসলাম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশকরাসহ ১৩ দফা দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ্ ময়দান থেকে এক হাজার বাসে করে লং মার্চ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু পরিবহন সংকট আর হরতাল-অবরোধ আহ্বান করায় শুক্রবার ভোরেই ৩৬টি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হেফাজত কর্মীরা৷ এছাড়া গত দু'দিনে বেশ কিছু হেফাজত কর্মী বিচ্ছিন্নভাবে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে৷ পরিবহন মালিকরা টাকা নিয়েও শেষ পর্যন্ত বাস ভাড়া না দেয়ার প্রতিবাদে নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামীর কর্মীরা৷ অনেক জায়গায় হেফাজত কর্মীদের গাড়িও পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ তাদের৷

এদিকে লংমার্চ, হরতাল আর অবরোধের ঘোষণার কারণে সারাদেশ থেকে ঢাকামুখী বাস চলাচল শুক্রবার ভোর ৬টা থেকেই বন্ধ হয়ে গেছে৷ এমনকি ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যাচ্ছে না৷ রাজধানীর মধ্যেও যানবাহন চলাচল শুক্রবার সকাল থেকেই অনেক কমে গেছে৷ চলছে না লঞ্চ ও ট্রেনও৷

বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ডয়চে ভেলেকে বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই মালিকরা যানবাহন পথে নামাচ্ছেন না৷ সরকারের কোনো আদেশ বা নির্দেশ নেই দাবি করে তিনি বলেন, মালিক সমিতির পক্ষ থেকেও কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি৷ প্রত্যেকটি পরিবহনের মালিক নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেরাই রাস্তায় পরিবহন নামাননি৷ তিনি আরও বলেন, এর আগে বিগত কয়েকদিনের হরতালে শুধুমাত্র রাজধানীতেই শতাধিক বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে৷ তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এই ধরনের সহিংস রাজনৈতিক কর্মসূচির সময় তারা বাস রাস্তায় বের করবেন না৷ 

তবে হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি ডয়চে ভেলেকে বলেন, সরকারের নির্দেশে পরিবহন মালিকরা রাস্তায় যানবাহন নামাননি৷ এমনকি লং মার্চে যেতে হেফাজতে ইসলামকে কোন ধরনের পরিবহন ভাড়া দেয়া হচ্ছে না৷ সরকারের দ্বিমুখী আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব মন্ত্রীরা বলছেন, কর্মসূচি শান্তিপূর্ণ হলে তারা বাধা দেবেন না৷ আবার পরিবহন মালিকদের বাস ভাড়া দিতে নিষেধ করা হয়েছে৷ এটা কেমন নীতি – প্রশ্ন তার৷ তিনি সরকারকে আশ্বস্ত করে বলেন, তাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ৷ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত বা তাদের বাঁচানোর কোন ইচ্ছে হেফাজতের নেই৷

হরতাল ও অবরোধ আহ্বানকারী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোন ধরনের ভাঙচুর বা নাশকতা করবেন না৷ সবাইকে স্বতঃস্ফুর্তভাবে হরতাল ও অবরোধ পালন করার অনুরোধ করেছেন তারা৷ পরিবহন মালিকরা তাদের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার সকাল থেকেই যে যানবাহন বের করছেন না, এ জন্য তাদের ধন্যবাদও জানান হরতালকারীরা৷ তবে হেফাজতের অভিযোগ, সরকার পরিবহন মালিকদের বাধ্য করছে যানবাহন না বের করতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য