1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা সংকট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

১১ মে ২০১৫

রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা বেড়েই চলেছে৷ শুধু বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নয়, এই সংকটের প্রভাব পড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপরেও৷ এ নিয়ে সরব তাই সোশ্যাল মিডিয়াও৷

https://p.dw.com/p/1FO0l
Indonesien Rohingya Flüchtlinge aus Myanmar
ছবি: Reuters/R: Bintang

ইন্দোনেশিয়ার আচে প্রদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন এই সংকটকে আন্তর্জাতিক স্তরে আরও দৃশ্যমান করে তুলেছে৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই খবর শেয়ার করেছে৷

রোহিঙ্গা সংকট এখনো মূলত আঞ্চলিক স্তরেই সীমাবদ্ধ থাকায় আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব পাচ্ছে না৷ বিশ্বনেতাদের কাছে বিষয়টি তুলে ধরতে তাই কিছু উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে৷ স্বয়ং পোপ যাতে বিষয়টির প্রতি মনোযোগ দেন, সেই লক্ষ্যে একটি অনলাইন পিটিশন প্রস্তুত করা হচ্ছে৷

আন্তর্জাতিক উদাসিনতার পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জাইদ আলকাদরি৷ তিনি লিখেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে কিছুই না করলে তার ভূত আমাদের উপর ভর করবে না, এমনটা মনে করার কোনো কারণ আছে কি?

খোদ মিয়ানমারের বিরোধী নেত্রী রোহিঙ্গা সংকটের বিষয়ে নীরব থাকায় অনেকেই বিস্মিত৷ তিনি কবে এই নীরবতা ভাঙবেন সেই প্রশ্ন অনেকের মনেই জাগছে৷

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটাই প্রথম শরণার্থী সংকট নয়৷ কাম্বোডিয়া অতীতে এক্ষেত্রে যে ভুল করছে, রোহিঙ্গাদের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন অনেকে৷

সংবাদপত্রে রোহিঙ্গা সংকটের বিষয়টি ব্যঙ্গচিত্র হিসেবেও স্থান পেয়েছে৷ হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনের এশিয়া বিভাগের ডেপুটি ফিল রবার্টসন এমনই একটি ব্যঙ্গচিত্র শেয়ার করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য