1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

১৯ অক্টোবর ২০১২

ফর্মুলা ওয়ান মোটর রেসিং’এ বিশ বছর ধরে আছেন জার্মানির মিশায়েল শুমাখার, সাত বার বিশ্বচ্যাম্পিয়ন৷ অবসর নেওয়ার পর এখন নাকি মার্কিন মুলুকে ওয়াইল্ড ওয়েস্ট রোডিও কম্পিটিশনে অংশ নেবেন৷

https://p.dw.com/p/16TJL
ছবি: Reuters

ফর্মুলা ওয়ান থেকে চলতি মরশুমের শেষেই অবসর নিচ্ছেন ৪৩ বছর বয়সী শুমি, জার্মানরা ভালোবেসে তাঁকে যে নাম ধরে ডাকেন৷ বয়সও তো হল ৪৩৷ ছোট ভাই রাল্ফ শুমাখারের মতো ফর্মুলা ওয়ান ছাড়ার পর অন্য কোনো ধরণের গাড়ির রেসে যেতেও রাজি নন শুমি৷ ওদিকে তাঁর স্ত্রী করিনা নাকি বহু বছর ধরে মার্কিন মুলুকের রোডিও'য় অবাধ্য ঘোড়া, ষাঁড় ইত্যাদির ওপর চড়ে কেরামতি দেখিয়েছেন৷ বাহনটি যতোই লাফঝাঁপ করুক না কেন, আরোহীকে তার উপর যতোক্ষণ সম্ভব চেপে বসে থাকতে হবে, এই হল খেলা৷ এর নাম রোডিও৷

শুমাখার গত বৃহস্পতিবার ইটালির গাজেটা দেলা স্পোর্ট পত্রিকাকে এ'কথা বলেন৷ করিনা নাকি ইতিমধ্যেই শুমির জন্য সঠিক ঘোড়াটি বেছে রেখেছেন৷ শুমিকে এখন সেই জীবটিকে চড়ে দেখতে হবে৷ অবশ্য শুমি চিরকালই কাউবয় বুটস, টুপি ইত্যাদির ভক্ত৷ খাস সুইজারল্যান্ডে তাঁর এবং তাঁর স্ত্রীর একটি ব়্যাঞ্চ বা খামার আছে৷

Kölner Rodeo 2010
জার্মানিতেও রোডিও হয়, যেমন কোলোন শহরেছবি: DW

ভারতে বিপদ সার্কিটে নয়, পথে

ভারতে এই নিয়ে দ্বিতীয়বার ফর্মুলা ওয়ান দৌড় অনুষ্ঠিত হতে চলেছে৷ ম্যাকলারেন দলের প্রধান মার্টিন হুইটমার্শ কিন্তু এবার আগে থেকেই বলে দিয়েছেন, তারা এবার নতুন দিল্লির মাঝখানে হোটেল ভাড়া করে না থেকে, গ্রেটার নয়ডায় বুধ ইন্টারন্যাশনাল সার্কিটের যতো কাছে সম্ভব থাকার চেষ্টা করবেন৷

কারণ, গতবার নতুন দিল্লি থেকে রোজ যমুনা এক্সপ্রেসওয়ে ধরে বুধ অবধি ঐ ৪৫ কিলোমিটার যেতে নাকি ম্যাকলারেন দলের ম্যানেজার, মেকানিক, পাইলটদের আত্মারাম খাঁচাছাড়া হবার উপায় হয়েছিল৷ হাইওয়ে'তে যে রাস্তার ভুল দিক থেকে আসা ট্রাক হঠাৎ ঘাড়ে চড়ে পড়ার উপক্রম করতে পারে, অভিজ্ঞ ফর্মুলা ওয়ান মহারথীরা সেটা কোনোদিন স্বপ্নেও ভাবেননি৷

তাদের অন্য ভয়টা ছিল ‘‘ডেল্লি বেলি'', অর্থাৎ পেট খারাপ হবার ভয়৷ সেজন্য সাথে ডাক্তার-বদ্যি তো ছিলই, তাছাড়া ইংল্যান্ডে রিপ্লেসমেন্টদের বলে রাখা ছিল, দরকার হলেই প্লেনে চাপবে৷ তবে সে বিকল্প বার দুয়েকের বেশি ব্যবহার করতে হয়নি৷

এসি / এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য