1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজার মাসে অতি দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে খাবার

৯ জুলাই ২০১১

রমজান মাসে দরিদ্র এবং অতি দরিদ্র ৮০ লাখ পরিবারকে বিনামূল্যে খাদ্য দেবে বাংলাদেশ সরকার৷ প্রায় ৫ কোটি মানুষ এতে উপকৃত হবে৷ সরকারের কাছে এখন পর্যাপ্ত চাল ও গমের মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রজ্জাক৷

https://p.dw.com/p/11rzI
রোজার মাসের খাওয়াদাওয়া (ফাইল ছবি)ছবি: AP

আর কয়েক সপ্তাহ পরই শুরু হবে রমজান মাস৷ কিন্তু এরি মধ্যে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করছে৷ বাড়ছে সবধরনের ডাল আর চিনির দাম৷

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির এই চাপে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন দরিদ্র এবং অতি দরিদ্র মানুষ৷ তবে সরকার এ বিষয়ে সচেতন আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রজ্জাক৷ তিনি জানান, ২২ লাখ ২৫ হাজার পরিবারকে ফেয়ার প্রাইসের মাধ্যমে কম দামে চাল ও আটা দিচ্ছে সরকার৷ খোলা বাজারে প্রতিকেজি চাল ২৪ টাকা এবং আটা ২০ টাকায় বিক্রি অব্যাহত আছে৷ আছে কাজের বিনিমেয় খাদ্য, দুস্থদের জন্য খাদ্য সহায়তা এবং খয়রাতি সাহায্য প্রকল্প৷ রমজানেও এসব প্রকল্প অব্যাহত থাকবে৷ বিশেষ করে রোজার মাসে প্রায় ৮০ লাখ পরিবারকে বিনামূল্যে খাদ্য সরবরাহের পরিকল্পনা করেছে সরকার৷

খাদ্যমন্ত্রী জানান, সরকারের কাছে দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের যে তালিকা আছে সেই তালিকা ধরেই রমাজানে বিনামূল্যে খাদ্য দেয়া হবে৷ তিনি আরো জানান, বিনামূল্যে খাদ্য বিতরণের জন্য চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে৷ আর রমজানে বাজার নিয়ন্ত্রণেও থাকছে নানা ব্যবস্থা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক