1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়াল খুঁজছে অতীত থেকে প্রেরণা

৩০ এপ্রিল ২০১৩

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হারার পর সেকেন্ড লেগে অসাধ্যসাধন করতে হবে রেয়াল মাদ্রিদকে৷ তবে ফুটবলে সবই সম্ভব, এবং বের্নাবেউ স্টেডিয়ামে তো বটেই – এই হলো রেয়ালের মন্ত্র৷

https://p.dw.com/p/18PA1
ছবি: Reuters

১৯৭৫ সালে ডার্বি কাউন্টির বিরুদ্ধে অনুরূপ একটি সংগ্রাম৷ ইউরোপের ক্লাবগুলির সর্বোচ্চ প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ডের ফার্স্ট লেগের খেলা ছিল বেসবল গ্রাউন্ডে, সেকেন্ড লেগ বের্নাবেউতে৷ ডার্বির চার্লি জর্জ হ্যাট্রিক করার ফলে ডার্বি জেতে ৪-১ গোলে৷

বের্নাবেউতে ফিরতি খেলায় রেয়ালের যে দল মাঠে নামে, সে দলে স্পেনের জাতীয় একাদশের বর্তমান কোচ ভিসেন্তে দেল বস্কেও ছিলেন৷ রেয়ালের সেই দল খেলাকে নিয়ে যায় এক্সট্রা টাইমে, তারপর ১০০ মিনিটের মাথায় স্ট্রাইকার সান্তিয়ানা আরো একটি গোল করার ফলে রেয়াল জেতে ৫-১ গোলে৷ অর্থাৎ অ্যাগ্রেগেটে ৬-৫৷

উয়েফা কাপে জার্মানির ম্যোনশেনগ্লাডবাখ দলের বিরুদ্ধে এই ধরনের একটি আশ্চর্য ‘কামব্যাক' দেখিয়েছিল রেয়াল, তার কথাও স্মরণ করছেন সান্তিয়ানা, স্পেনের খেলাধুলার দৈনিক মার্সার সঙ্গে একটি সাক্ষাৎকারে৷ ‘‘ব্রেনাবেউতে একটি দেশলাই জ্বাললেই অগ্নিকাণ্ড শুরু হয়,'' বলেছেন সান্তিয়ানা৷

Fußball Bundesliga Borussia Dortmund gegen Fortuna Düsseldorf
ডর্টমুন্ডের এমন দৃশ্য কী আবারও দেখা যাবে?ছবি: Getty Images

কিন্তু অতীতের দৃষ্টান্ত টেনে বর্তমানকে ভবি ভোলানো যায় না৷ ডর্টমুন্ড এ ছর ইউরোপের যেখানেই খেলতে গেছে, কোথাও হারেনি৷ সেমিফাইনালে যে চারটি দল পৌঁছেছে, তাদের মধ্যে ডর্টমুন্ডের ব্যাকলাইনই সবচেয়ে কম গোল হতে দিয়েছে৷ ওদিকে মাত্র গত শনিবার ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ ফর্টুনা ড্যুসেলডর্ফের বিরুদ্ধে বুন্ডেসলিগার ম্যাচে দলে ১০টি পরিবর্তন আনেন; তা সত্ত্বেও ডর্টমুন্ড জেতে ২-১ গোলে৷ সাধে কি ক্লাব প্রধান হান্স-ইওয়াখিম ভাটস্কে গর্ব করে বলেছেন: ‘‘লোকে বলে, জার্মানিতে শুধু একটাই টিম আছে, যারা প্লেয়ার রোটেট করেও জিততে পারে৷''

বার্সার মানে আঘাত লেগেছে

ওদিকে বার্সেলোনা শনিবার অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর লা লিগার পয়েন্টের তালিকায় তারা পূর্বাপর শীর্ষে থাকলেও, দ্বিতীয় রেয়ালের চেয়ে এখন মাত্র ১১ পয়েন্ট এগিয়ে৷ বুধবার এই দলেরই কাজ হবে দুর্ধর্ষ বায়ার্ন মিউনিখকে পাঁচ গোলে হারানো! বায়ার্নের সাম্মানিক প্রেসিডেন্ট ফ্রানৎস বেকেনবাউয়ার কিন্তু মনে করেন, বার্সা সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যা কিছু সম্ভব, তা করবে৷ নিয়মকানুনের তোয়াক্কা করবে না৷ কেননা ফার্স্ট লেগে বায়ার্নের কাছে ৪-০ হারে বার্সার আঁতে ঘা লেগেছে, তাদের মান ক্ষুণ্ণ হয়েছে৷

বেকেনবাউয়ারের আরো পরামর্শ হলো, বার্সা বায়ার্নের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করবে৷ বায়ার্নের প্লেয়ারদের তাদের নিজেদের গেম প্ল্যান থেকে সরিয়ে নিয়ে ওয়ান-টু-ওয়ান ডুয়েলে টানার চেষ্টা করবে৷ সে ধরনের ব্যক্তিগত লড়াইতে গেলে বায়ার্নের প্লেয়াররা বিরাট ভুল করবে, বলে বেকেনবাউয়ারের ধারণা৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য