1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অল জার্মান’ ফাইনালই হচ্ছে!

১ মে ২০১৩

লক্ষ্য ছিল ৩-০ গোলের জয়৷ কাছাকাছি গিয়েও ডর্টমুন্ডের বিপক্ষে শেষ পর্যন্ত তা পারেনি রেয়াল মাদ্রিদ৷ জিতেছে তারা ২-০ গোলে৷ ফলে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আবার চুরমার৷ এবার শিরোপা আসতে পারে জার্মানিতে৷

https://p.dw.com/p/18Q4g
MADRID, SPAIN - APRIL 30: Sebastian Kehl of Borussia Dortmund holds a scarf up as he celebrates after the UEFA Champions League Semi Final Second Leg match between Real Madrid and Borussia Dortmund at Estadio Santiago Bernabeu on April 30, 2013 in Madrid, Spain. (Photo by Lars Baron/Bongarts/Getty Images)
ছবি: Bongarts/Getty Images

সেই সম্ভাবনা আগে থেকেই উজ্জ্বল হয়ে আছে৷ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে৷ তারপরই ঘরের মাঠে বোরুসিয়া ডর্টমুন্ড আরেক স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদকে ডোবায় ৪-১ গোলের হারের লজ্জায়৷ বার্সেলোনার জন্য ফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে যায় তখনই৷ কিন্তু একটা ‘অ্যাওয়ে গোল' থাকায় রেয়ালের জন্য কাজটাকে তবু খানিকটা সম্ভব মনে হচ্ছিল৷

Barcelona's goalkeeper Victor Valdes (C) fails to stop a goal by Bayern Munich's Thomas Muller (not pictured) during their Champions League semi-final first leg soccer match at Arena stadium in Munich, April 23, 2013. REUTERS/Michael Dalder (GERMANY - Tags: SPORT SOCCER)
আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বার্সা-বায়ার্নছবি: Reuters

মঙ্গলবার ৩-০ গোলে জিতলেই রোনালডোর করা ওই অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে চলে যেতো রেয়াল ৷ কিন্তু ডর্টমুন্ডের প্রতিরোধের মুখে সেটা সম্ভব হয়নি৷ ম্যাচের আট মিনিট বাকি থাকতে করিম বেনজেমা-র গোল উজ্জীবিত করে তুলেছিল রেয়ালকে৷ উত্তেজনায় ফেটে পড়ছিল ব্যার্নাবেউ স্টেডিয়ামে দর্শকে ঠাসা গ্যালারি৷ ম্যাচ শেষের দু মিনিট আগে আবার রামোসের গোল! ২-০! বাকি সময়ে আরেক গোল করে ফাইনালে ওঠার সুযোগ ঠিকই পেয়েছিল রেয়াল মাদ্রিদ৷ কিন্তু ডর্টমুন্ডের গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তার কাছে হার মেনে যায় সব প্রয়াস৷ ফলে ৪-৩ অ্যাগ্রিগেটে ডর্টমুন্ডই এখন ফাইনালে৷

ফাইনালে তাদের জার্মানির আরেক ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি৷ আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বার্সা-বায়ার্ন৷ ৪-০ ব্যবধান দেবে টাইব্রেকার আর ৫-০তে জিতলে সরাসরি ফাইনাল- এমন সমীকরণ মেলানো যে মেসি, ইনিয়েস্তাদের জন্য প্রায় অসম্ভব তা তাঁদের ভক্তরাও বোঝেন৷ ৪-০-র চেয়ে কম ব্যবধানের জয় কিংবা ড্র মানেও বিদায়৷ সুতরাং এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যে ডর্টমুন্ড-বায়ার্নের দ্বৈরথ হওয়ার সম্ভাবনাই বেশি তা বুঝতে কী আর ফুটবল বিশেষজ্ঞ হতে হয়?

এসিবি /এসবি (ডিডাব্লিউ, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য