1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি

৮ জানুয়ারি ২০১৪

রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি অনুযায়ী অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন রাসায়নিকের প্রথম কিস্তিটি সিরিয়া ছেড়েছে৷ রাসায়নিক দ্রব্যগুলো ডেনমার্কের একটি জাহাজে তুলে দিয়েছে সিরিয়া৷

https://p.dw.com/p/1Amrv
Dänisches Kriegsschiff Esbern Snare Norwegisches Kriegsschiff Helge Ingstad Chemiewaffen Syrien Latakia
ছবি: picture-alliance/AP

গত সেপ্টেম্বরে দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলায় কয়েক'শ সিরীয় নিহত হওয়ার পর সিরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ তখন রাশিয়া আর চীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে এগিয়ে আসে৷ এক পর্যায়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মনে বিশ্ব যুদ্ধ শুরুর আশঙ্কাও উঁকি দিয়েছিল৷ সিরিয়ার অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর সেই আশঙ্কা দূরে ঠেলে৷

চুক্তি অনুযায়ী, ২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির রাসায়নিক অস্ত্র বা রসদ জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা (ওপিসিডাব্লিউ)-এর পর্যবেক্ষকদের হাতে তুলে দেয়ার কথা৷ খারাপ আবহাওয়া এবং আরো কিছু কারণে প্রথম কিস্তি ছাড়তে এক সপ্তাহেরও বেশি দেরি হয়েছে৷ সিরিয়া প্রথম কিস্তি ছাড়ায় ওপিসিডাব্লিউ তারপরও খুশি৷ এ অগ্রগতিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে বর্ণনা করে ওপিসিডাব্লিউ-র মহাপরিচালক মেহমেত উজুমকু বলেন, আশা করি বাকি রাসায়নিক সময় মতো, নিরাপদে বের করে দেয়ার ব্যাপারেও সিরিয়া ঠিকভাবে কাজ করবে৷

মঙ্গলবার সিরিয়ার দুটি স্থান থেকে কিছু রাসায়নিক লাতাকিয়া বন্দরে নিয়ে যাওয়া হয়৷ জাতিসংঘ এবং ওপিসিডাব্লিউ-এর পর্যবেক্ষকরা যাচাই করে অনুমোদন দেয়ার পর রাসায়নিকগুলো ডেনমার্কের একটি জাহাজে তোলা হয়৷ আরো রাসায়নিক না আসা পর্যন্ত জাহাজটি সাগরেই থাকবে৷ রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তির শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে শেষ কিস্তি সিরিয়া ছাড়ার কথা৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য