1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্ত্রীদের বৈধতাকে চ্যালেঞ্জ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ নভেম্বর ২০১৩

নানামুখী বিতর্কের পর, পদত্যাগ-পত্র জমা দেয়া মন্ত্রীদের দয়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে৷ রবিবার রিটের ওপর শুনানি হতে পারে৷ রাষ্ট্রপতি মন্ত্রীদের পদত্যাগ-পত্র গ্রহণ না করা পর্যন্ত তাঁরা বহাল থাকবেন৷

https://p.dw.com/p/1AHcS
The Prime Minister of Bangladesh Sheikh Hasina addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
ছবি: dapd

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য গত সোমবার বাংলাদেশের মন্ত্রিসভার সব সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ-পত্র জমা দেন৷ তবে এরপরও তাঁরা মন্ত্রীর কাজ করে যাচ্ছেন, গাড়িতে জাতীয় পতাকা ওড়াচ্ছেন এবং নিচ্ছেন সুযোগ-সুবিধা৷

এ নিয়ে পদত্যাগ-পত্র জমা দেয়ার দিন থেকেই বিকর্ত শুরু হয়৷ বুধবার সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী ৪৯ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ‘লিগ্যাল নোটিশ' দিয়ে তাঁদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান৷ লিগ্যাল নোটিশে তাঁরা বলেন, সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগ-পত্র জমা দেয়ার পরই তাঁদের পদ শূন্য হয়ে গেছে৷ তাই এরপর, মন্ত্রী হিসেবে তাঁদের সব কাজ অবৈধ এবং বেআইনি৷

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদত্যাগ-পত্র জমা দেয়া মন্ত্রীদের দায়িত্ব থেকে বিরত রাখতে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী ড. ইউনুস আলি আকন্দ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদে বলা হয়ছে, ‘প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি কোনো মন্ত্রী রাষ্ট্রপতির নিকট পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগ-পত্র প্রদান করেন৷' তাই মন্ত্রীরা প্রধামন্ত্রীর কাছে পদত্যাগ-পত্র জমা দেয়ার মঙ্গে সঙ্গেই তা গৃহীত হয়েছে বলে ধরে নেয়া হবে৷ অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির তা গ্রহণ করেছেন কিনা – তার অপেক্ষার সুযোগ নেই৷

তাঁর মতে, সোমবার পদত্যাগ-পত্র জমা দেয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীরা আর মন্ত্রী নেই৷ এরপর তাঁরা অবৈধভাবে কাজ করছেন, যা সংবিধান এবং আইনের লঙ্ঘন৷ ড. ইউনুস আলি আকন্দ জানান, আগামী রবিবার হাইকোর্টে রিটের শুনানি হবে৷

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি স্বাক্ষর না করা পর্যন্ত মন্ত্রীদের পদত্যাগ-পত্র গৃহীত হবে না৷ তাঁরা যাঁর যাঁর পদে বহাল থেকে কাজ চালিয়ে যাবেন৷ রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগ-পত্রে স্বাক্ষর করলে তবেই তাঁদের পদ শূন্য হবে, তার আগে নয়৷

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন, অনেকে বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা পদত্যাগ-পত্র জমা দিলেই পদ শূন্য হয়ে যায়৷ তাঁরা আসলে রাষ্ট্রপতির ভূমিকা ভুলে গেছেন৷ তাই রাষ্ট্রপতির স্বাক্ষর পর্যন্ত অপেক্ষা করতে হবে৷
তিনি আরো বলে,ন মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে কেবল পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন৷ আর এতে, অনেকে না ঝুঝেই সেটাকে পদত্যাগ ধরে বিতর্ক শুরু করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য