1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামাদি এখনো আইএস-এর দখলে

২০ মে ২০১৫

ইরাকের রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসলামিক স্টেট৷ আনবার প্রদেশের এই শহরটিকে আইএসমুক্ত করতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকের সেনাবাহিনী৷

https://p.dw.com/p/1FT4R
IS Syrien Kämpfer Islamischer Staat Rakka
(ফাইল ফটো)ছবি: picture-alliance/AP Photo/Raqqa Media Center

রবিবার আনবার প্রদেশের সবচেয়ে বড় শহর রামাদির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন আইএস৷ তারপর থেকে তীব্র যুদ্ধ চলছে শহরটিকে ঘিরে৷ শিয়া আধা-সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে দখল ফিরে পাওয়ার চেষ্টা করছে ইরাকের সেনাবাহিনী৷ তবে এখনো সাফল্যের বড় কোনো সম্ভাবনা দেখা যায়নি৷ রামাদি নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে আইএস যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে সরকারি বাহিনী এবং শিয়া যোদ্ধাদের খুঁজছে৷

আইএসবিরোধী চলমান যুদ্ধে শিয়াদের আধা সামরিক বাহিনী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ রামাদিকে আবার আইএসমুক্ত করার জন্যও লড়ছে তারা৷ ইতিমধ্যে ঘোষণা করেছে, ‘রামাদি যুদ্ধ' জয়ের জন্যও তারা সর্বাত্মক চেষ্টা করবে৷

Al-Nusra Front Kämpfer bei Idlib 02.12.2014
আইএস যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে সরকারি বাহিনী এবং শিয়া যোদ্ধাদের খুঁজছেছবি: Reuters/K. Ashawi

এদিকে ইরাক সরকার মনে করছে, রামাদি থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করতে সেখানকার সুন্নিদের সহায়তা অত্যাবশ্যক৷ তাই সুন্নিদের প্রতি সামরিক বাহিনীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার৷

যুদ্ধে সুন্নিদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগও নেবে ইরাকের সরকার৷ মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানিয়েছেন, রামাদি থেকে আইএস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার যুদ্ধের জন্য সুন্নিদের প্রশিক্ষণ এবং অস্ত্র দেয়া হবে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আবাদির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷

অবশ্য প্রধানমন্ত্রী আবাদির এই উদ্যোগ সুন্নিদের মানসিকতায় বড় কোনো পরিবর্তন আনতে পারবে কিনা এ বিষয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকের সংশয় রয়েছে৷ গত কয়েক বছর ধরে ইরাকের সুন্নিরা নিজেদের সুবিধাবঞ্চিত মনে করেন৷ তাঁরা মনে করেন, সরকার শিয়াদের সার্বিক উন্নতির দিকেই বেশি নজর দিচ্ছে, সুন্নিদের ব্যাপারে সরকার উদাসীন৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য