1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজ্ঞাতদের শনাক্তের উদ্যোগ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ সেপ্টেম্বর ২০১৩

ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসে নিহত পরিচয়হীন ৩১৮ জনের ডিএনএ প্রোফাইলিং-এর কাজ শেষ হয়েছে৷ ডিএনএ ল্যাবের প্রধান অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান ডয়চে ভেলেকে জানান এখন শুধু ম্যাচিং-এর কাজ বাকি৷

https://p.dw.com/p/19ptl
Bildnummer: 60521242 Datum: 24.09.2013 Copyright: imago/Xinhua (130924) -- DHAKA, Sept. 24, 2013 (Xinhua) -- A garment worker mourns during a protest rally in front of the National Press Club in Dhaka, Bangladesh, Sept. 24, 2013. Relatives of the missing garment workers of the Rana Plaza collapse staged a demonstration demanding proper compensation five months after the accident on April 24 leaving at least 1,130 workers dead. (Xinhua/Shariful Islam) BANGLADESH-DHAKA-COLLAPSE-RALLY PUBLICATIONxNOTxINxCHN xns x0x 2013 quer 60521242 Date 24 09 2013 Copyright Imago XINHUA Dhaka Sept 24 2013 XINHUA a Garment Worker during a Protest Rally in Front of The National Press Club in Dhaka Bangladesh Sept 24 2013 Relatives of The Missing Garment Workers of The Rana Plaza Collapse staged a Demonstration demanding Proper Compensation Five MONTHS After The accident ON April 24 leaving AT least 1 130 Workers Dead XINHUA Shariful Islam Bangladesh Dhaka Collapse Rally PUBLICATIONxNOTxINxCHN xns x0x 2013 horizontal
রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের পরিবার এখনো তেমন কোন ক্ষতিপূরণ পাননিছবি: Imago/Xinhua

গত ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় ১,১৩০ জনের লাশ উদ্ধার করা হয়৷ এরমধ্যে ৩১৮ জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিএনএ ল্যাব দাফনের আগেই এই ৩১৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে৷ ডিএনএ ল্যাবের প্রধান অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ৫৫৫ জন আত্মীয় স্বজনের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে৷ এই দুই ধরনের ‘‘ডিএনএ প্রোফালিং'' শেষ হয়েছে৷ এখন অজ্ঞাত পরিচয়দের সঙ্গে আত্মীয় স্বজনের ডিএনএ মিলিয়ে দেখা হবে৷

তিনি জানান, মিলিয়ে দেখার কাজে আর বেশি সময় লাগবেনা৷ বড়জোর এক সপ্তাহ৷ কারণ এই কাজ দ্রুত করার জন্য তারা এফবিআই'র সহযোগিতা নিয়েছেন৷ তারা সফটওয়্যার এবং কারিগরি সহায়তা দিয়েছে৷

অধ্যাপক আখতারুজ্জামান আশা প্রকাশ করে বলেন, ‘‘বেওয়ারিশ হিসেবে যাদের দাফন করা হয়েছে তাদের সবার পরিচয়ই জানা যাবে৷ আর প্রত্যেকটি বেওয়ারিশ লাশের একটি কোড নাম্বার আছে৷ সেই নম্বার দেয়া আছে কবরেও৷ ফলে চিহ্নিত করতে কোন সমস্যা হবেনা৷''

তবে এই ৩১৮ জনের বাইরেও এখনো নিখোঁজ আছেন বেশ কয়েকজন৷ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা ডয়চে ভেলেকে বলেন, তারা ৩২৯ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছেন৷ সেই হিসেবে আরো ১১ জনের কোন খোঁজ নেই এখনো৷ তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানান৷

এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় আহত এবং নিহতদের পরিবার এখনো তেমন কোন ক্ষতিপূরণ পাননি৷ এখন পর্যন্ত নিহতদের পরবারের সদস্যদের ১ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে৷ আর আহতরা পেয়েছেন বিচ্ছিন্নভাবে৷ তবে নিখোঁজদের পরিবার কিছুই পায়নি৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সবার পরিচয় নিশ্চিত না হওয়ায় ক্ষতিপূরণ দেয়ায় দেরি হচ্ছে৷ প্রতারণা যাতে না হয় সেজন্যই দেরি করা হচ্ছে৷

কিন্তু ট্রেড ইউনিয়ন নেতারা দাবি করছেন ক্ষতিপূরণের নানা আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবে কার্যকর হয়নি৷ পোশাক শিল্পের মালিকরা ৫০ কোটি টাকার একটি তহবিল গঠনের কথা বললেও তারা তা করেননি৷ ব্যাংকার্স এসোসিয়েশন একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল৷ প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশি ক্রেতারা৷ কিন্তু কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি৷ ‘‘ইন্ডাষ্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের'' বাংলাদেশ প্রতিনিধি রায় রমেশ চন্দ্র ডয়চে ভেলেকে জানান, তাদের দাবি নিহতদের প্রতি পরিবারকে ২৮ লাখ এবং আহতদের এর দেড়গুণ ক্ষতিপূরণ দিতে হবে৷

Bildnummer: 60521244 Datum: 24.09.2013 Copyright: imago/Xinhua (130924) -- DHAKA, Sept. 24, 2013 (Xinhua) -- A garment worker mourns during a protest rally in front of the National Press Club in Dhaka, Bangladesh, Sept. 24, 2013. Relatives of the missing garment workers of the Rana Plaza collapse staged a demonstration demanding proper compensation five months after the accident on April 24 leaving at least 1,130 workers dead. (Xinhua/Shariful Islam) BANGLADESH-DHAKA-COLLAPSE-RALLY PUBLICATIONxNOTxINxCHN xns x0x 2013 quer 60521244 Date 24 09 2013 Copyright Imago XINHUA Dhaka Sept 24 2013 XINHUA a Garment Worker during a Protest Rally in Front of The National Press Club in Dhaka Bangladesh Sept 24 2013 Relatives of The Missing Garment Workers of The Rana Plaza Collapse staged a Demonstration demanding Proper Compensation Five MONTHS After The accident ON April 24 leaving AT least 1 130 Workers Dead XINHUA Shariful Islam Bangladesh Dhaka Collapse Rally PUBLICATIONxNOTxINxCHN xns x0x 2013 horizontal
আরো ১১ জনের কোন খোঁজ নেই এখনোছবি: Imago/Xinhua

উল্লেখ্য, ২৪শে অক্টেবর রানা প্লাজা ধসের ৬ মাস হবে৷ এই সময়ের মধ্যে যদি সরকার, মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এই ক্ষতিপূরণ না দেয় তাহলে তা আদায়ে শ্রমিকরা ‘‘ইন্ডাষ্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের'' মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারণা শুরু করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য