1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক কোটি ডলার সহায়তা!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ মার্চ ২০১৪

সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও এক কোটি ডলার দেবে ব্রিটেনের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক৷ বাংলাদেশের পোশাক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি বলেন, এর ফলে অন্যান্য ক্রেতারাও এগিয়ে আসবেন৷

https://p.dw.com/p/1BRcO
ছবি: Imago/Xinhua

প্রাইমার্ক-এর পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান নিউ ওয়েভ বটমস-এর অবস্থান ছিল রানা প্লাজার তৃতীয় তলায়৷ তাদের কাজে যুক্ত ছিলেন মোট ৫৮১ জন পোশাক শ্রমিক৷ এক কোটি ডলারে মধ্যে ৯০ লাখ ডলার দেওয়া হবে প্রাইমার্ক-এর পোশাক তৈরির কাজে সে সময় নিয়োজিত এই ৫৮১ জন শ্রমিক এবং তাঁদের পরিবারকে৷ বাকি ১০ লাখ ডলার দেওয়া হবে যৌথ তহবিলে৷ প্রসঙ্গত, প্রাইমার্ক এর আগে ক্ষতিপূরণ হিসাবে ২০ লাখ ডলার দিয়েছিল৷

প্রাইমার্ক ও আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও-র মধ্যে এ চুক্তি কার্যকর হবে ক্ষতিপূরণ তহবিল বিষয়ক সমন্বয় কমিটির বৈঠকের পর৷ সমন্বয় কমিটিতে বাংলাদেশ সরকার, কারখানা প্রতিনিধি এবং শ্রমিক অধিকার রক্ষায় কর্মরত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন৷ প্রাইমার্ক-এর মুখপাত্র বলেন, রানা প্লাজা ধসের বছরপূর্তির আগেই তাঁরা শ্রমিকদের পাশে দাঁড়াতে চান৷ তাঁরা আহত এবং নিহত শ্রমিক ও তাঁদের পরিবারদের সহায়তায় আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ৷ তাঁদের সহায়তা করা হবে নগদ অর্থে৷

রানা প্লাজা ধসে আহত ও নিহতদের পরিবারকে দীর্ঘ মেয়াদে সহায়তা দেওয়ার জন্য আইএলও-র উদ্যোগে চার কোটি ডলারের একটি তহবিল গঠনের চেষ্টা চালানো হচ্ছে৷ এর আগে ইনডিটেক্স ম্যাংগো, মাসকট, প্রিমিয়ার ক্লথিংসহ বেশ কয়েকটি কোম্পানি সহায়তার অঙ্গীকার করেছে৷ তবে তা প্রয়োজনের তুলনায় তা এক-চতুর্থাংশেরও কম৷ তবে এবার বৃহত্‍ খুচরা বিক্রেতা কোম্পানি প্রাইমার্ক অর্থ দেয়ার বিষয়ে চুক্তি করায়, অন্যান্য কোম্পানিও দ্রুত এগিয়ে আসবে বলে আশা করছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম রনি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার জানামতে একমাত্র প্রাইমার্ক ছাড়া আর কোনো প্রতিষ্ঠান এখনো অনুদান দেয়নি৷ কিছু প্রতিষ্ঠান প্রতিশ্রুতির মধ্যেই সীমবদ্ধ আছে৷''

তিনি বলেন, ‘‘ক্রেতাদের দায়বদ্ধতা আছে, তাঁরা সেখান থেকে সরে যেতে পারেন না৷ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকরা যেমন ব্যবসা করেন, বিদেশি ক্রেতারাও ব্যবসা করেন৷ তবে তাঁদের ব্যবসায় অবশ্যই সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে৷'' সিরাজুল ইসলাম রনি বলেন, ‘‘প্রাইমার্ক শুধু অনুদান দিলেই হবে না৷ ক্ষতিগ্রস্তরা শ্রমিকরা অনুদানের অর্থ যাতে ঠিকমত পান, তাও নিশ্চিত করতে হবে৷''

আইএলও-র উদ্যোগে গঠিত চার কোটি ডলারের তহবিল থেকে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ৩,৬০০ জন শ্রমিকের মধ্যে সকলেরই এই সহায়তা পাওয়ার কথা৷ তাই আগামী এপ্রিল মাসে রানা প্লাজা ধসের এক বছর পূর্তির আগেই নতুন করে আবারো দীর্ঘমেয়াদি সহায়তার কাজ শুরু হতে পারে৷

Bangladesch Überlebende nach 17 Tagen gerettet
প্রাইমার্ক এর আগে ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল ২০ লাখ ডলার, এবার দেবে ১ কোটি ডলারছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য