1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ মার্চ ২০১৪

বাংলাদেশে জঙ্গি তত্‍পরতা দমনে আরো কঠোর হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিশ্লেষকরা বলছেন, শুধু পুলিশি তত্‍পরতা দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়৷ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে জঙ্গি তত্‍পরতা কখনই বন্ধ হবে না৷

https://p.dw.com/p/1BLOO
ছবি: Reuters

বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘বাংলাদেশে জঙ্গি তত্‍পরতা কঠোর হতে দমন করা হবে৷ আর যারা জঙ্গি ও অপরাধীদের সঙ্গে হাত মেলাবে তাদেরও কঠোর শাস্তি পেতে হবে৷ সে যে পর্যায়ের ব্যক্তিই হোক, দোষীদের রেহাই দেওয়া হবে না৷'' তিনি পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জঙ্গিদের ব্যাপারে আরো তত্‍পর হতে বলেন৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সে স্বপ্ন সফল হবে না৷ তাদেরও আইনের আওতায় আনা হবে৷''

গত মাসে ‘প্রিজনভ্যান'-এ হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা এবং তিনজন জেএমবি জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর, বাংলাদেশে জঙ্গি তত্‍পরতার বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঐ ঘটনার তদন্তে পুলিশ এবং কারা কর্তৃপক্ষকে দায়ী করেছে৷ এমনকি পালিয়ে যাওয়া জঙ্গিদের নাকি কারাগারে এবং প্রিজনভ্যানে বসে মোবাইল ফোনে কথা বলারও সুযোগ দেয়া হয়েছে৷ তাই প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়েছেন৷

Bangladesch Proteste Jamaat-e-Islami
‘প্রশাসনে যেমন জঙ্গিদের সহযোগী আছে তেমনি তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকও আছে’ছবি: Reuters

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, প্রশাসনে যেমন জঙ্গিদের সহযোগী আছে তেমনি তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকও আছে৷ তাই জঙ্গি দমন সহজ নয়৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশে এখনো কম-বেশি ৪০টির মতো জঙ্গি গ্রুপ সক্রিয়৷ এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনৈতিক সমর্থন পায়৷ তাই তাদের রাজনৈতিক সমর্থন যতদিন থাকবে, ততদিন শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদের দমন করা সম্ভব হবে না৷

ব্রিগেডিয়ার রশীদ বলেন, জঙ্গি দমনে তাই রাজনৈতিক প্রতিশ্রুতি এবং ঐক্য প্রয়োজন৷ সব রাজনৈতিক দল যদি একমত হয়, একমাত্র তবেই তাদের দমন সম্ভব৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগও প্রমাণিত৷ বিশেষ করে আল-কায়েদা নেটওয়ার্কের অনুসারীরা এখানে রয়েছে৷ আল-কায়েদার সাম্প্রতিক হুমকি তারই প্রমাণ৷তাই জঙ্গিদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা৷ তথ্য বিনিময় করতে আন্তর্জাতিক পর্যায়ে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য