1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান ছিনতাই

১৭ ফেব্রুয়ারি ২০১৪

রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশায় পুরো বিমান ছিনতাই করে জেনেভায় পৌঁছেছেন এক ইথিওপীয় বৈমানিক৷ ৩১ বছর বয়সি বৈমানিককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ৷

https://p.dw.com/p/1BAEz
Genf Flugzeug Entführung Ethiopian Airlines 17.02.2014
ছবি: Reuters

বৈমানিকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি৷ তবে সুইস পুলিশ জানিয়েছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের কো-পাইলট এই বৈমানিক বিমানের মূল পাইলটকে টয়লেটে আটকে ফেলেন৷ এরপর বিমানের নিয়ন্ত্রণ নিয়ে জেনেভা বিমানবন্দরে অবতরণ করেন তিনি৷ অথচ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে বিমানটি রোমে যাওয়ার কথা ছিল৷

বিমান ছিনতাইকারী বৈমানিক পুলিশের কাছে দাবি করেছেন, নিজের দেশে তার জীবনের ঝুঁকি রয়েছে৷ এ জন্য তিনি সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র এরিক গ্র্যান্ডজিয়ান৷

এদিকে, বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির সকল যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন৷ বিমানটিকে জোর করে জেনেভা বিমানবন্দরে অবতরণ করায় ছিনতাইকারী৷ সেসময় বিমানটিতে দু'শো যাত্রী এবং ক্রু অবস্থান করছিলেন৷

১৯৮৩ সালে জন্ম নেয়া বৈমানিক সুদানের আকাশসীমায় অবস্থানকালে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়৷ এরপর তেল নেয়ার জন্য জেনেভা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ বন্দরের সঙ্গে আলোচনাকালে বিমানটি ছিনতাইয়ের কথাও জানান তিনি৷ সুইস পুলিশের মুখপাত্র এরিক গ্র্যান্ডজিয়ান জানান, স্থানীয় সময় ভোর ছায়টা দুই মিনিটে জেনেভায় অবতরণ করে বিমানটি৷ এরপর ছিনতাইকারী ককপিটের জানালা দিয়ে একটি দড়ির সাহায্যে রানওয়েতে নেমে যান৷

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর কাছে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ছিল না৷ ছিনতাইকারীর বিরুদ্ধে ‘জিম্মি করার' অভিযোগ আনা হতে পারে৷ অভিযোগ প্রমাণ হলে বিশ বছরের কারাদণ্ড হতে পারে তার৷

বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে জেনেভা বিমানবন্দর কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন আবার চালু করে দেয়া হয়েছে৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য