1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্ধেক স্থাপনাই অনুমোদনহীন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ এপ্রিল ২০১৩

রাজউক এলাকার অর্ধেকের বেশি ভবনসহ স্থাপনা অনুমোদনহীন, বলেছেন খোদ রাজউক চেয়ারম্যান৷ তাঁর দাবি, লোকবলের অভাবে তাদের পক্ষে মনিটরিং করা সম্ভব হয় না৷ তবে বিশ্লেষকরা বলছেন দুর্নীতি, স্বজন প্রীতি আর রাজনৈতিক কারণেই এরকম হচ্ছে৷

https://p.dw.com/p/18N7d
Bangladeshi Army personnel and civilian volunteers work on the scene at a building collapse in Savar, on the outskirts of Dhaka, on April 24, 2013. An eight-storey building containing several garment factories collapsed in Bangladesh, killing at least 82 people and further highlighting safety problems in the clothing industry. Armed with concrete cutters and cranes, hundreds of fire service and army rescue workers struggled to find survivors in the mountain of concrete and mangled steel, which resembled the aftermath of an earthquake. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ডয়চে ভেলেকে জানান, ঢাকা এবং তার আশেপাশের এলাকায় ৫৫০ বর্গ কিলোমিটার রাউজকের আওতাভুক্ত৷ ঢাকা শহরের বাইরে সাভার, গাজীপুর এবং নারায়নগঞ্জে ভবন নির্মাণ করতে হলে রাজউকের অনুমোদন লাগে৷ আর এই এলাকায় এখন ভবনসহ সাড়ে ১২ লাখ পাকা অবকাঠামো আছে৷ কিন্তু এর অর্ধেকেরই কোনো অনুমমোদন নেই৷

রাজউক চেয়ারম্যান বলেন, লোকবলের অভাবে তারা ঠিকমতো মনিটরিং করতে পারেন না৷ তিনি বলেন, সাভার রাজউকের আওতায় হলেও ধসে পড়া রানা প্লাজা তাদের অনুমোদ নিয়ে নির্মাণ করা হয়নি৷ রাজনৈতিক প্রভাবের কারণে ৬ তলার অনুমোদন নিয়ে ১০ তলা বানানো হয়৷ ভবনে ফাটল দেখা দেয়ার পরও প্রভাশালী মালিক পৌরসভার সতর্ক নোটিশকে আমলে নেননি৷ এ কারণে ভবনের মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে রাজউক৷

মানা হয়না ইমারত নির্মাণ বিধিমালা

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক একেএম মাকসুদ কামাল ডয়চে ভেলেকে জানান, শুধু ঢাকা শহরেই ৩ লাখ ৬০ হাজার ভবন আছে৷ এর মধ্যে ৭২ হাজার ভবন খুবই ঝুঁকিপূর্ণ৷ এগুলো যে কোনো ধরণের চাপে বা আঘাতে পুরোপুরি ধসে পড়বে৷ এছাড়া, আরো ১ লাখ ৩৫ হাজার ভবন আংশিক ঝুঁকিপূর্ণ৷ তিনি বলেন, এই ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমামালা মেনে তৈরি করা হয়নি৷ আর ঢাকার বাইরে নীতিমালার তেমন কোনো বালাই নেই৷ কারণ সেখানে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ অনুমতি দেয়৷ তাদের দক্ষ কোনো প্রকৌশলী নেই৷ তিনি সাভাররের রানা প্লাজা ধসের পর তা পরিদর্শন করে জানান যে, ঐ ভবন নির্মাণে খুবই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ অথচ এটা দেখার দায়িত্ব ছিল কর্তৃপক্ষের৷

Crowds gather at the collapsed Rana Plaza building as people rescue garment workers trapped in the rubble, in Savar, 30 km (19 miles) outside Dhaka April 24, 2013. The eight-storey block housing garment factories and a shopping centre collapsed on the outskirts of the Bangladeshi capital on Wednesday, killing at least 25 people and injuring more than 500, the Ntv television news channel reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: DISASTER BUSINESS EMPLOYMENT)
রাজউক এলাকার অর্ধেকের বেশি ভবনসহ স্থাপনা অনুমোদনহীনছবি: Reuters

স্থপতি ইকবাল হাবিব বলেন, ইমারত নির্মাণ বিধিমালা মেনেই ভবন নির্মাণ করতে হবে৷ প্ল্যান পাশের পর সেই বিধিমালা মেনে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা – তা দেখার দায়িত্ব রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷ আর ভবনটি নির্মাণের পর ছাড়পত্র ছাড়া তা ব্যবহার করা যাবে না৷ এসব কাগজে থাকলেও বাস্তবে মানা হচ্ছে না৷ এর পিছনে রজউকের কিছু অসত্‍ কর্মচারী এবং রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন তিনি৷ তিনি বলেন, সাভারে শুধু রানা প্লাজা নয় সেখানে আরো প্রায় ১০০ ভবন আছে যা কোনো নীতিমালা মেনে তেরি করা হয়নি৷

এর জবাবে রাজউক চেয়ারম্যান বলেন, কিছু অসত্‍ কর্মচারী রাজউকে আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই৷ কিন্তু লোকবলের অভাবই প্রধান বাধা৷ তিনি জানান, শীঘ্রই তারা নতুন লোকবল নিয়োগ দিয়ে মনিটরিং জোরদার করবেন৷ ব্যবস্থা নেবেন অনুমোদনহীন ভবনগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য