1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রবীন্দ্রসংগীত ক্ল্যাসিক, তার রিমেক হয়না’- অনিন্দ্য নারায়ণ

১৯ সেপ্টেম্বর ২০১১

রবীন্দ্রনাথের সার্দ্ধ শতবর্ষে বিশ্বজুড়ে যখন কবিকে স্মরণ করা হচ্ছে, তখন আবার দেখা যাচ্ছে রবীন্দ্রসংগীতকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষাও৷ প্রথিতযশা তরুণ শিল্পী অনিন্দ্য নারায়ণ বিশ্বাস বলছেন, ক্ল্যাসিকের রিমেক হয়না৷

https://p.dw.com/p/12bXm
অনিন্দ্য নারায়ণ বিশ্বাসছবি: Privat

একের পর এক ছবিতে শিল্পীরা রবীন্দ্রসংগীত গাইছেন, কিন্তু সে গানে রবীন্দ্রনাথ কতটা থাকছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে, নতুন ধাঁচের যন্ত্রানুষঙ্গ৷ কোথাও আবার গানের বাণী বদলে যাচ্ছে, রবীন্দ্রসংগীতের অনুষঙ্গ টুকুই থাকছে, থাকছে না তার নিজস্বতা৷

অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, এই তো সেদিন সেরা গায়কের সম্মান পেলেন কলকাতায়৷ শৈশব থেকেই তাঁর রবীন্দ্রসংগীতের চর্চা৷ শিক্ষাদীক্ষার মধ্যেও রবি দর্শনের প্রভাব৷ তাঁর মতে, নতুনভাবে যেসব চেষ্টা হচ্ছে, সেগুলোকে রিমেক বলা যেতে পারে৷ যেভাবে নয়ের দশকে বাংলা গানের স্বর্ণযুগের গানকে নতুন যন্ত্রানুষঙ্গে ফিরিয়ে এনে সাফল্য মিলেছিল৷ সেভাবেই৷

Anindya Narayan Biswas
রবীন্দ্রসংগীত গাইছেন অনিন্দ্যছবি: Privat

যদিও অনিন্দ্য নারায়ণ একথা বিশ্বাস করেন যে, রবীন্দ্রসংগীতের রিমেকের প্রয়োজন নেই৷ যা কিছু ধ্রুপদী, তার রিমেক হয়ওনা৷ বিশেষ করে রবীন্দ্রনাথের সৃষ্টির যে বৈশিষ্ট্য, তাঁর বাণীর যে ওজন আর গভীরতা, তার রিমেক করবে কে?

তবে কিছু ক্ষেত্রে এমন উদাহরণ রয়েছে, যাতে দেখা যায় রবীন্দ্রনাথের গানের অনুষঙ্গকে ব্যবহার করে নতুন করে কিছু সৃজন হচ্ছে৷ অনিন্দ্য নারায়ণ নিজেও তেমন একটি গান গেয়েছেন এক টেলি সিরিয়ালে৷ যাতে তিনি ‘তবু মনে রেখো..' গানটি গেয়েছেন৷ সেটি গেয়ে শুনিয়ে দিয়ে তাঁর মন্তব্য, এ ধরণের উদ্যোগের তবু একটা অর্থ হয়, যা রবীন্দ্রসংগীতের মর্যাদা অক্ষুণ্ণ না করে, তাকে বরং আধুনিক সময়ের সঙ্গে জুড়ে দেবে৷

আর এর বাইরে, রবীন্দ্রসংগীত বাঙালির মননে ছিল আছে আর থাকবে৷ অনিন্দ্য নারায়ণের বিশ্বাস, সেক্ষেত্রে বহু প্রচেষ্টা হতে পারে, কিন্তু সেসব গিমিক ছাড়া অন্য আর কিছুই নয়৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা :  সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান