1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক

শীর্ষ বন্দ্যোপাধ্যায়৬ ডিসেম্বর ২০১২

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ-শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কলকাতায় অভিনয় করে গেল বাংলাদেশের প্রসিদ্ধ নাট্যদল ‘নাগরিক’৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পুরোধা আলী যাকের৷

https://p.dw.com/p/16vjF
ছবি: picture-alliance/dpa

ভারতের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র আইসিসিআর-এর উদ্যোগে এবং তাদেরইপ্রেক্ষাগৃহে নাট্যদল ‘নাগরিক’মঞ্চস্থ করেছিল রবীন্দ্রনাথের ‘অচলায়তন’এবং চেকভের‘চেরি অর্চার্ড’অবলম্বনে ‘কাঁঠালবাগান’নাটক দুটি৷ সেই মহলার অবসরে ডয়চে ভেলেরকলকাতা প্রতিনিধি শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন নাগরিকের পুরোধা, বিশিষ্ট নাট্যকর্মী আলী যাকের৷

বাঙালি সংস্কৃতিকর্মীদের কাছে কীভাবে রবীন্দ্রনাথ বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, অচলায়তন মঞ্চায়নের শুরুতে তারই ব্যাখ্যা দিচ্ছিলেন আলী যাকের৷ তাই ফের সেই প্রশ্নইকরা হল তাঁকে, কেন রবীন্দ্রনাথ?

Rabindranath Tagore Spuren in Kustia Flash-Galerie
কুষ্টিয়ায় কবিগুরুর আবাসস্থল...ছবি: DW

উত্তরে আলী যাকের বাংলাদেশে ১৯৭৫ সালের প্রেক্ষাপট তুলে ধরেন৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের পেছনে বাঙালিদের যে চেতনা, মূল্যবোধ ও আদর্শ ছিল, তার বিরোধিতা বেড়েচলছিল, তা বন্ধ করার উদ্যোগ চলছিল৷ বাঙালিদের সাংস্কৃতিক পরিচয় ও মূল্যবোধ জাগিয়েতোলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ বড় এক হাতিয়ার ছিলেন বলে মনে করেন আলী যাকের৷ গতশতাব্দীর আশির দশকে রবীন্দ্রনাথকে আবারো আঁকড়ে ধরতে হয়েছিল সে সময়কার সংকটকাটাতে৷

পরবর্তীকালে যদিও পরিস্থিতি অনেক শুধরেছে, সংস্কৃতিকর্মীদের পথ অনেকটাই সুগম হয়েছে, তবু রবীন্দ্রনাথ থেকে গিয়েছেন, তাঁকে নতুন করে আবিষ্কার করা, রবীন্দ্রনাথের মুক্ত চেতনাকে নতুন ভাবে উপলব্ধি করার ঝোঁকে৷

আর আজও রবীন্দ্রনাথের দেশজ প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, সমসাময়িক প্রয়োজন আছে৷ তবেতারও উপরে যেটা প্রয়োজন, সেটা হলো রবীন্দ্রনাথকে আরও ভালো করে জানা, তাঁকে অন্তরেঠাঁই দেওয়া, রবীন্দ্র দর্শনে নিজেদের উজ্জীবিত করা৷

MMT BM 0512102 Interview Ali Jaker, a noted theater personality from Bangladesh - MP3-Mono

কথাপ্রসঙ্গে আসে পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথাও৷ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পাঁচটি নাট্যদল শেক্সপিয়রের পাঁচটি নাটক মঞ্চস্থ করছে এই যুক্তিতে যে, রাজ্যের যে চলতি রাজনৈতিক দোলাচল, যে অস্থিরতা, সেই প্রেক্ষিতে শেক্সপিয়ারের নাটকই যোগ্য প্রকাশমাধ্যম হতে পারে৷ কিন্তু এমন পরিস্থিতিতে নতুন নাট্যকার বা নতুন নাটকের কেন উদ্ভব হয় না৷ কেন সেই রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের কাছেই ফিরে যেতে হয়৷

আলী যাকের মনে করেন, নতুন নাট্যকার যদিওবা উঠে আসেন পরিস্থিতির প্রয়োজনে, তিনি রবীন্দ্রনাথ বা শেক্সপিয়রের মতো চিরকালীন হয়ে উঠতে পারেন না৷ বরং ওই পরিস্থিতিতে ওঁদের মতো মহান নাট্যকারের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়াটাও নাট্যকর্মীদের অনুশীলনের একটা উপলক্ষ্য হয়ে ওঠে৷

কিন্তু সেই সুবাদে কি বাংলা নাটকের কোনও উন্নয়ন ঘটেছে?আলী যাকের গর্বিত গলায় জানালেন, অবশ্যই ঘটেছে৷ বাংলাদেশে একদল তরুণ, উদ্যমী এবং নিবেদিতপ্রাণ নাট্যকর্মী কাজ করছেন৷ যাঁরা সম সময়ের সমস্যার কথা, বর্তমান সমাজের কথা তুলে ধরছেন তাঁদের নাটকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য