1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজীপুরে উপ-নির্বাচন

৩০ সেপ্টেম্বর ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷ বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন৷ তাই তারা কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷

https://p.dw.com/p/16HXw
unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 07.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Bangladesh Election Commission Bildbeschreibung: The search committee, formed to suggest names for election commissioners of Bangladesh, has recommended that either former cabinet secretary Ali Imam Majumder or ex-home secretary Kazi Rakib Uddin Ahmed be the chief election commissioner. The picture shows the secretariat of Bangladesh Election Commission in Dhaka.
ছবি: DW

বাংলাদেশের প্রথম নির্বাচনে গাজীপুরের এই কাপাসিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ৷ আর সর্বশেষ নির্বাচনে নির্বাচিত হন তাঁর ছেলে সোহেল তাজ৷ প্রথমে তিনি বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ পরে সংসদ সদস্য পদও ছেড়ে দেন৷ সেকারণেই এই উপ-নির্বাচন৷ এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি তাজউদ্দিন আহমেদের কন্যা এবং সোহেল তাজের বোন৷ স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন আহমেদের ভাই আফসার উদ্দিন খান এবং বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী আসাদুজ্জামান বাদল৷ তবে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছেনা৷ তাই এই নির্বাচনকে উত্তাপহীন একপাক্ষিক নির্বাচন বলে ডয়চে ভেলের কাছে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷

তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন হওয়ায় তারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই নির্বাচন থেকে৷ তবে এই অভিজ্ঞতা থেকে পুরো জাতীয় নির্বাচনের মেজাজ বোঝা যাবে না৷

গাজীপুর-৪ আসনে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ৪৭৭৷ ভোট কেন্দ্র ১০২টি৷ এরমধ্যে ৬৪টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে৷ গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান নিরাপত্তার জন্য তিন হাজার ব়্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আছে মোবাইল কোর্ট৷

আর রির্টার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ আশা করেন এটি একটি সফল নির্বাচন হবে৷

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য