1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেভাবে অংশ নেবেন

আরাফাতুল ইসলাম১৮ ফেব্রুয়ারি ২০১৪

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম পুরস্কার ‘দ্য বব্স’-এর জন্য মনোনয়ন জমা নেয়া হচ্ছে এখন৷ ইতোমধ্যে বেশ কিছু মনোনয়ন জমা পড়েছে বাংলা ভাষা বিভাগে৷ কেউ কেউ অবশ্য প্রতিযোগিতার নিয়মকানুন ঠিক বুঝে উঠতে পারছেন না৷

https://p.dw.com/p/1BAlJ
The Bobs Award 2014

ডয়চে ভেলের ফেসবুক পাতায় মোহাম্মদ সামসুদ্দোহা তাপস প্রশ্ন করেছেন: ‘দ্য বব্স' প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে পারি?

এই প্রশ্নের উত্তর বেশ সোজা৷ ‘দ্য বব্স' প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন www.thebobs.com/bengali/ ঠিকানা৷ এরপর আপনার নিজের বা আপনার পছন্দের যে কোনো ব্লগ, ফেসবুক পাতা, অনলাইন উদ্যোগ, ইউটিউব চ্যানেল বা পডকাস্টের লিংক এই ওয়েবসাইটে জমা দিতে পারেন৷ তবে লিংক জমা দেয়ার আগে সাইটটিতে ‘লগ ইন' করতে হবে৷ এজন্য সাইটটির ডান দিকে রয়েছে ডিডাব্লিউ, ফেসবুক, টুইটার, ওপেনআইডি এবং ভিকন্টাক্ট লোগো৷ এগুলোর যে কোনোটি ব্যবহার করে ‘লগ ইন' করা যাবে৷

‘লগ ইন' করার পর মনোনয়ন জমা দিতে প্রথমে বিভাগ বাছাই করতে হবে৷ দ্য বব্স ওয়েবসাইটের প্রথম পাতার মূল ব্যানারের নিচেই রয়েছে বিভাগ বাছাইয়ের অপশন৷ এখান থেকে ছয়টি মিশ্র বিভাগ ছাড়াও বিভিন্ন ভাষাভিত্তিক বিভাগ বাছাই করা যাবে৷ বিভাগ বাছাইয়ের পর আপনার কিংবা আপনার পছন্দের ওয়েবসাইটের লিংকটি জমা দিতে হবে৷ এরপর লিংকটি কোন ভাষার ওয়েবসাইটের সেটা নির্বাচন করতে হবে৷ সবশেষে ক্লিক করুন ‘সাবমিট' বোতামটি৷

এই পদ্ধতি অনুসরণ করে যত খুশি মনোনয়ন জমা দিতে পারেন আপনি৷ তবে একটি ওয়েবসাইটের লিংক একাধিকবার জমা দেয়া হলে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা কোনোভাবেই বাড়বে না৷ তাই একটি ওয়েবসাইট একাধিকবার জমা দেয়ার প্রয়োজন নেই৷

ফেসবুকে আমাদের আরেক পাঠক এমামুল শেখ লিখেছেন: পুরস্কারটা কোন বিষয়ের উপর দেওয়া হয়?

২০০৪ সালে চালু হওয়া ‘দ্য বব্স' অ্যাওয়ার্ডের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে মূলত সেসব ওয়েবসাইট বা অনলাইন প্রকল্পকে স্বীকৃতি দিচ্ছে, যারা বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়৷

বাক স্বাধীনতা, মানবাধিকার কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় সংগ্রামরত ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্টদের ব্লগ সাইট, ফেসবুক পাতা কিংবা টুইটার অ্যাকাউন্ট এই প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেতে পারে৷ একইসঙ্গে বিভিন্ন ব্যতিক্রমী এবং ভিন্নধারার ওয়েবসাইট, বিশেষ করে যেগুলো মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার দাবিতে প্রতিষ্ঠিত, সেগুলোও মনোনয়নের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে৷

২০১৩ সালের দ্য বব্স বিজয়ীদের সম্পর্কে ধারণা পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য, ডয়চে ভেলের ‘দ্য বব্স' প্রতিযোগিতার চলতি আসরে মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৫ মার্চ পর্যন্ত৷ আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দিসহ মোট ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেয়া যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য