1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ ট্রাইবুনালে সাঈদীর জামিন আবেদন আবার নাকচ

২৩ আগস্ট ২০১১

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে বাংলাদেশে বহুল আলোচিত যুদ্ধাপরাধের বিচার শুরু হল৷ কাগজপত্রে কিছু গরমিল থাকায় শুনানি মুলতুবি হয়৷ কাল আবার শুনানি হবে৷

https://p.dw.com/p/12LyU
The appeals court of Dhaka on Wednesday upheld the government's travel bar on Jamaat-e-Islami leader Delwar Hossain Sayeedi, just two hours after a High Court ruling declared the government's refusal to allow him to board an overseas flight illegal.
দেলোয়ার হোসেন সাঈদীছবি: bdnews24.com

সকালেই যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে হাজির করা হয়৷ আদালতে হাজির করার পর সাঈদীর জামিন আবেদন জানানো হলে আদালত তা ষষ্ঠবারের মত নাকচ করে দেন৷ এরপর প্রসিকউশনের পক্ষ থেকে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ পড়ে শোনান হয়৷ পিরোজপুরের পারের হাটে পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে সহায়তা করা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং বাগমারায় নারী নির্যাতনের অভিযোগ আনা হয়৷ কিন্তু মামলার কাগজপত্রের পর্যাপ্ত কপি এবং সিরিয়ালে কিছু গরমিল থাকায় আদালত শুনানি মুলতুবি করেন৷ কাল আবার পর্যাপ্ত কাগজপত্রের ভিত্তিতে শুনানি শুরু হবে৷ যা সাংবাদিকদের জানান প্রসিকিউশন টিমের প্রধান এডভোকেট গোলাম আরিফ টিপু৷

অন্যদিকে সাঈদীর আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম এখনই অভিযোগ গঠনের শুনানির বিরোধিতা করেন৷ তিনি বলেন, তারা শুনানির জন্য প্রস্তুত নন৷ আর তাদেরকে মামলার কাগজপত্রই সরবরাহ করা করা হয়নি৷ আদালত অবশ্য তার আবেদন গ্রহণ করেননি্৷

যুদ্ধাপরাধ মামলায় দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া আটক অন্য আসামিরা হলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলিম৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য