1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৌমাছিদের সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

২১ মার্চ ২০১১

চাষাবাদের জন্য মৌমাছি অপরিহার্য৷ এরা একশটি ফসলের মধ্যে সত্তরেরও বেশি ফসলের পরাগায়ণ করে৷ তার ফলে যে পরিমাণ ফসল উৎপন্ন হয়, তা সারা বিশ্বের নব্বই শতাংশ খাবারের যোগান দেয়৷ ফলে বিশেষজ্ঞরা মৌমাছি কমে যাওয়ায় শঙ্কা প্রকাশ করছেন৷

https://p.dw.com/p/10d4o
মৌমাছির কর্মস্থলছবি: AP

একদিকে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ৯ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার রেকর্ড ছুঁতে চলেছে৷ অন্যদিকে এই বেড়ে চলা জনসংখ্যা আরও নির্ভরশীল হয়ে পড়ছে মৌমাছির মতো প্রকৃতির ছোটখাটো কীট পতঙ্গের উপর, যারা শস্য উৎপাদনে সাহায্য করে৷

মৌমাছিরা ৭০ শতাংশেরও বেশি শস্যকে পরাগনিষিক্ত করে বিশ্বের ৯০ শতাংশ খাদ্য যোগান দিতে সাহায্য করে৷ কিন্তু ১৯৬০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে মৌমাছিদের সংখ্যা কমতে শুরু করেছে৷ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে নতুন করে আরও কতগুলো জায়গায় মৌমাছির বিলুপ্তি শুরু হয়েছে, যেখানে আগে এমনটি ঘটেনি৷

BdT Von Bienen und Blüten
ছবি: AP

চীন এবং জাপানের মৌচাষীরা লক্ষ্য করেছেন মৌমাছির আকস্মিক এই হ্রাস পাওয়ার ঘটনা৷ আফ্রিকায় মিশরের নীল নদ বরাবর অঞ্চলেও দেখা গেছে একই ঘটনা৷ উত্তর অ্যামেরিকায়ও ২০০৪ সালে এই সমস্যা পরিলক্ষিত হয়েছে৷ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউনেপ এর একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে৷

ইউনেপ এর মুখপাত্র নিক নুট্টাল এর মতে, এই ঘটনার পেছনে অনেকগুলো কারণ রয়েছে৷ মানুষের আচরণের কারণে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা বন্য মৌমাছিদের প্রধান খাবার৷ আর এই কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে৷ এছাড়া বায়ু দূষণের ফলে এরা ঘ্রাণ বুঝে ফুল সনাক্ত করতে পারে না৷ ফলে সেসব ফুলে ফুলে তারা বিচরণ করতেও পারে না৷ এছাড়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী এক দশকে পৃথিবী থেকে আরো প্রায় ২০ হাজার ফুল গাছ বিলুপ্ত হয়ে যাবে৷

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে প্রায় ২০ লাখ মৌ কলোনি৷ আর এদের একেকটি কলোনিতে বাস করে প্রায় ২ কোটি মৌমাছি৷ যেসব কলোনির উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের অধিকাংশ চাষী৷ নুট্টল ডয়চে ভেলেকে জানান, বংশগত বৈচিত্র্যের অভাবে এই কলোনিগুলোতে সহজেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি মারা যায়৷ আর এই প্রবণতা আরো বাড়ছে৷ তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের আরেকবার ভেবে দেখা উচিত, আমাদের জীবনের জন্য অপরিহার্য এসব খুদে পতঙ্গের অস্তিত্ব রক্ষা করতে কী পদক্ষেপ ও পন্থা গ্রহণ করা দরকার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য