1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটর ভেহিকলস অ্যাক্ট সময়োপযোগী করা দরকার: ইলিয়াস কাঞ্চন

২ সেপ্টেম্বর ২০১১

সড়ক দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরে সরকার ও প্রশাসনের কাছে একাধিক প্রস্তাব পেশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন৷ বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এবিষয়ে নিজের মতামত দিয়েছেন৷

https://p.dw.com/p/12RfE
ছবি: DW/Arafatul Islam

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক আশফাক মুনীরের মতো বিশিষ্ট ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমাজের বিভিন্ন মহলে বিষয়টিকে ঘিরে ক্ষোভের মাত্রা বেড়ে গেছে৷ ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা' নামের একটি সংগঠন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদচ্যুতির দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে৷ আওয়ামী লীগ সংসদ সদস্য তারানা হালিম অদক্ষ চালকদের লাইসেন্স দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন৷

গত প্রায় ১৮ বছর ধরে ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলনের পথিকৃৎ বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পেছনে মূল কারণগুলি তুলে ধরেছেন, এবং এই ধরণের সমস্যা এড়াতে বেশ কিছু স্পষ্ট সমাধানসূত্রও তুলে ধরেছেন৷ একাধিক সরকার ও বিরোধী দলের কাছে এই সব প্রস্তাব বেশ করেও কোনো ফল হয় নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি৷ যোগাযোগমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠেছে, শুধু তার মাধ্যমে মূল সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন কাঞ্চন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান