মোবাইল ট্যাগের সাহায্যে সহজে সার্ফিং | ডিডাব্লিউ'কে জানুন | DW | 07.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

মোবাইল ট্যাগের সাহায্যে সহজে সার্ফিং

চলতি পথে আমাদের মোবাইল সংস্করণে প্রবেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইল ট্যাগস৷

মোবাইলে ডয়চে ভেলে ইংরেজি সংবাদের কিউআর বারকোড

মোবাইলে ডয়চে ভেলে ইংরেজি সংবাদের কিউআর বারকোড

মোবাইল ট্যাগস যেকোন ওয়েব ঠিকানা এনকোডের সুযোগ দেয়, এটিকে বিভিন্ন পণ্যের গায়ে লাগানো বারকোডের সঙ্গে তুলনা করা যেতে পারে৷ দেখতেও এটি বারকোডের মতই৷ আপনি মোবাইল ট্যাগ ব্যবহার করে সরাসরি mobile.dw.com ঠিকানায় প্রবেশ করতে পারেন৷ এই পদ্ধতিতে ব্রাউজারের অ্যাড্রেস বারে কিছু লেখার দরকার হয়না৷

ডয়চে ভেলে সেই তথাকথিত কিউআর বারকোড পদ্ধতি ব্যবহার করছে, যা খুব সহজেই গ্রহণ করা সম্ভব:

০১. আপনার মোবাইলে একটি মোবাইল ট্যাগ রিডার ইন্সটল করুন৷ উদাহরণস্বরূপ এই লিংকটি দেখতে পারেন: http://reader.kaywa.com

০২. রিডার চালু করার পর মোবাইল ফোনের ক্যামেরাটি আমাদের কিউআর বারকোডের উপর থেকে ঘুরিয়ে নিন (উপরের ছবিটিই কিউআর বারকোড)

০৩. আশা করছি আপনার রিডার আমাদের কিউআর কোড শনাক্ত করতে সক্ষম হবে এবং আমাদের মোবাইল ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে৷

০৪. এরপর রিডার আমাদের লিংকটি উম্মুক্ত করার অনুমতি চাইবে৷

০৫. এভাবে আপনার ফোনের ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে ডয়চে ভেলে মোবাইল সংস্করণের প্রথম পাতা আপনার সামনে তুলে ধরবে৷

ইন্টারনেট লিংক