1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির ম্যাজিকে আর্সেনাল ধুলিসাৎ

৭ এপ্রিল ২০১০

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের ফিরতি খেলায় বার্সেলোনার কাছে ৪-১ গোলে হারল আর্সেনাল৷ বার্সার হয়ে চারটি গোলই করে লিওনেল মেসি৷

https://p.dw.com/p/MomN
আর্সেনালের বিরুদ্ধে গোল দেয়ার মুখে মেসিছবি: AP

বাড় কম বলে যে কিশোরটির চিকিৎসার ভার নিয়েছিল এফ সি বার্সেলোনা, সে যে কালে ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার হয়ে উঠবে, তা কে ভাবতে পেরেছিল৷ মেসির হর্মোন ট্রিটমেন্ট, তার বাবা-মা'কে এনে বার্সেলোনায় রাখা ইত্যাদির খরচ পড়েছিল নাকি এক মিলিয়ন ডলার৷ আজ মেসির বাজার দর কতো সেটা জ্যোতির্বিজ্ঞানীদের জিজ্ঞাসা করতে হবে৷

‘‘প্লেস্টেশনের প্লেয়ার''

মেসি কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পর তার সর্বাধুনিক ভেলকিটা দেখিয়েছে৷ তা'ও আবার বিশ্বকাপের আগেভাগে৷ দেখা গেল, বার্তাসংস্থাগুলির ঝানু ঝানু রিপোর্টার-ভাষ্যকারদের কারোরই খেলার বর্ণনা দেবার মুড নেই৷ সকলেই মেসির জন্য বিশেষণ খুঁজছেন৷ এবং শুধু পেশাদার সাংবাদিকরাই নন৷ পেশাদার কোচরাও বটে৷ মৃদুভাষী ফরাসি ভদ্রলোক আর্সেন ওয়েঙ্গার, আর্সেনালের কোচ, অত্যুক্তি করার লোক নন৷ তিনি একবার বলেছেন, ‘‘আমরা হেরেছি একটি উন্নততর দল এবং বিশ্বের সেরা খেলোয়াড়ের কাছে৷'' কখনো বলেছেন, মেসি বল পেলে তাকে আর থামানো যায় না৷ যে কোনো সময় সে দিক পাল্টে ডিফেন্ডারদের ফাঁকি দিতে পারে৷ আবার বলেছেন, বার্সেলোনা ভালো দল হলেও মেসিই হল আসল পার্থক্য৷ মেসি নাকি যে কোনো সময় খেলা জিতিয়ে দিতে পারে৷ প্লেস্টেশনের প্লেয়ারের মতো প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে পারে৷

‘‘এক গোলে হলেও জিততে হবে''

বার্সা কোচ পেপ গুয়ার্দিওলা কিন্তু গোটা দলের সাফল্যের উপরেই জোর দিয়েছেন৷ ‘লিও'-র সব প্রশংসাই প্রাপ্য, বলেছেন গুয়ার্দিওলা, এবং সে তরুণ খেলোয়াড়দের পক্ষে আদর্শ৷ কিন্তু এটা ছিল একটা টীম পারফর্মেন্স এবং দলের সকলেই এ্যাটাকিং মেন্টালিটি নিয়ে খেলে৷ - আর মেসি স্বয়ং চিরকালই বিনয়ের অবতার৷ সে বলেছে: ‘‘আমি এই জয়ে খুব খুশী৷ কিন্তু এ'কাজ চালিয়ে যেতে হবে৷ শনিবার রিয়াল মাদ্রিদের সঙ্গে গুরুত্বপূর্ণ খেলা৷ সেখানে এক গোলে হলেও জিততে হবে৷'' অর্থাৎ ২০১০ সালে ইতিমধ্যেই তিনবার হ্যাট্ট্রিক করার পর সে যে এবার একটা কোয়াড্রুপল করল; ও' কাজটা যে তার আগে চ্যাম্পিয়নস লীগে আর মাত্র পাঁচজন করেছে; ওটা যে শেষবার ঘটেছে পাঁচ বছর আগে, যখন আন্দ্রেই শেভচেঙ্কো ঐ কীর্তি দেখায় - এ'সব যেন কিছুই নয়৷

ও হ্যাঁ, ইন্টার মিলান'ও মস্কোয় ১-০ গোলে জিতে নাকি আবার নিজেদের উপর আস্থা ফিরে পেয়েছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক